Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। নির্বাচনের বিশাল ব্যবধানে জয়ী হয়ে প্রথমবার বাফুফের সর্বোচ্চ পদে বসলেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) বাফুফের সভাপতি নির্বাচনে তাবিথ আউয়ালের একমাত্র প্রতিদ্বন্দ্বী এএফএম মিজানুর রহমান নূন্যতম প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেননি। ১৩৩ ভোটের মধ্যে সভাপতি নির্বাচনে ভোট পরেছে ১২৮টি। তার মধ্যে তাবিথ আউয়াল ভোট পেয়েছেন ১২৩টি। মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট।

বিজ্ঞাপন

রাজধানীর একটি হোটেলে সকাল ১০টায় কংগ্রেস শুরু হয়। তা শেষে দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয়েছে ৬টায়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মেজাহ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেছেন।

গণমাধ্যমকে দেওয়া বাফুফের এক ভিডিও বার্তায় মেজবাহ উদ্দিন বলেছেন, ‘১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। প্রদত্ত ভোটের মধ্যে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়েছেন এবং মিজানুর রহমান চৌধুরী ৫ ভোট পেয়েছেন। তাই তাবিথ আউয়ালকে ২০২৪ সাল থেকে ২০২৮ সালের মেয়াদের জন্য বাফুফে সভাপতি ঘোষণা করা হয়েছে।’

এ নিয়ে ১৬ বছর পর নতুন সভাপতি পেলো বাফুফে। এর আগে টানা ১৬ বছর এই পদে ছিলেন কাজী সালাহউদ্দিন। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ান কিংবদন্তি এই ফুটবলার। তাবিথ আউয়ালও সাবেক ফুটবলার। সালাহউদ্দিন সভাপতি থাকার সময় একাধিকবার বাফুফের সহ-সভাপতি ছিলেন তিনি।

বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রথমে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চারজন। পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন দুজন। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান দিনাজপুর জেলার ফুটবল সংগঠক। সেখান থেকে এসে তার সরাসরি বাফুফের সভাপতি হিসেবে তার নির্বাচন করাটাই ছিল চমক।

বিজ্ঞাপন

বাফুফের নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে নির্বাচন হয়েছে ২০টি পদে। ২০ পদে নির্বাচনে অংশ নেন মোট ৪৬ জন প্রার্থী। সভাপতি পদে দুজনসহ ৪ জন সহ-সভাপতির বিপরীতে ৬জন প্রার্থী ও ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৭ জন সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।

সারাবাংলা/এসএইচএস

তাবিথ আউয়াল বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর