Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের নতুন কমিটিকে বিসিবি সভাপতির শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২১:৪৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি নির্বাচিত হয়েছে একদিন আগে। নির্বাচনে একতরফাভাবে জিতে নতুন কমিটির সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। তাবিথ আউয়ালসহ বাফুফের নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

রোববার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানানোর পাশাপাশি একসঙ্গে মিলে বাংলাদেশের খেলাধুলা উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করেছেন ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটা স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বিজ্ঞাপন

‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগীতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে তাবিথকে সভাপতি পদে চ্যালেঞ্জই জানাতে পারেননি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান। নির্বাচনে ভোট পরেছে ১২৮টি। তার মধ্যে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর