Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম টেস্ট: প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৩:০১

টস জিতে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে বাংলাদেশের সামনে অবশ্য সুযোগ এসেছিল। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার টনি ডি জর্জি। কিন্তু অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ ছেড়েছেন। এরপর অনায়াসেই রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম সেশনে ১ উইকেটে ১০৯ রান তুলেছে সফরকারীরা। প্রথম সেশনে পতন হওয়া একটা মাত্র উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। দুই পেসার নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু সকালে পেসাররা তেমন সুবিধা করতে পারছিলেন না।

ফলে পঞ্চম ওভারেই স্পিনার আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য দিনের প্রথম সুযোগটা এসেছিল পেসারদের হাত ধরেই। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়েছিলেন প্রোটিয়া ওপেনার জর্জি। অভিষিক্ত মাহমুদুল হাসান অঙ্কন সেটা নিতে পারেননি। জর্জি তখন ৬ রানে ব্যাট করছিলেন।

এরপর সফরকারী দুই ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি সহজেই রান তুলছিলেন। দুজনের প্রথম উইকেট জুটি ছিল ৬৯ রানের। তাইজুল ইসলামের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়ে এই জুটির সমাপ্তি ঘটান মার্করাম। ৫৫ বলে ৩৩ রানে থামে প্রোটিয়া অধিনায়কের ইনিংস। সেশনের বাকি সময়টা টিস্ট্রিয়ান স্টাবসের সঙ্গে কাটিয়ে দিয়েছেন জর্জি। সেশন শেষে ৪৯ রানে অপরাজিত জর্জি। ২৩ রান করে তার সঙ্গে আছেন স্টাবস।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
সর্বশেষ

৩ সন্তানের পর দগ্ধ বাবার মৃত্যু
৩১ অক্টোবর ২০২৪ ১১:২১

সাফের সেরা হলেন যারা
৩১ অক্টোবর ২০২৪ ০৯:৩৯

সম্পর্কিত খবর