Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম টেস্ট: তিন সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:১২

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল প্রথম দিনেই ৩০৭ রান তুলেছিল সফরকারীরা। আজও প্রোটিয়াদের ব্যাটিং দাপট অব্যাহত থাকল। শেষ পর্যন্ত তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

এতো বড় রানে চাপা পড়া বংলাদেশের জন্য ঘুড়া দাঁড়ানো মোটেও সহজ হবে না। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন তাইজুল ইসলাম। অপর উইকেটটি পেসার নাহিদ রানার। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন টনি ডি জর্জি, টিস্ট্রিয়ান স্টাবস ও ভিয়ান মুল্ডার।

বিজ্ঞাপন

আজ দিনের প্রথম সেশনে পরপর তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন তাইজুল ইসলাম। লাঞ্চের পর আরও একটা উইকেট মিলে। কিন্তু বাংলাদেশের সাফল্য সেই পর্যন্তই! গতকালই তিনশর বেশি রান তোলা দক্ষিণ আফ্রিকা আজ যতক্ষণ ব্যাটিং করেছে দ্রুত রান তোলার চেষ্টাই করেছে। তাতে বাংলাদেশের হতাশা কেবল বেড়েছেই। দিনের শেষ সেশনে ঘণ্টা খানেক ব্যাটিং করার পর প্রোটিয়ারা ইনিংস ঘোষণা করেছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৩০৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে দ্রুত রান বাড়িয়ে নিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যাম। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন ডি জর্জি। অপর দিকে বেডিংহ্যামও দ্রুত রান তুলছিলেন। তাইজুল ইসলাম এই অতি আগ্রাসী হওয়ার ‘দুর্বলতা’টাই কাজে লাগিয়েছেন।

তাইজুলকে এগিয়ে এসে সুইপ খেলতে গিয়ে সরাসরি বোল্ড হয়েছেন বেডিংহ্যাম। ফেরার আগে ৭৮ বলে ২টি চার ৪টি ছক্কায় ৫৯ রান করেন। খানিক বাদে ডি জর্জিও ফিরেছেন একই কায়দায়। তাইজুলকে এগিয়ে এসে সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ১৭৭ রানে। ২৬৯ বল খেলে ১২টি চার ৪টি ছক্কায় এই রান করেছেন জর্জি।

বিজ্ঞাপন

এরপর কাইল ভেরেইনারকেও তুলে নিয়েছেন তাইজুল। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ভেরেইনারও সুইপের নেশায় পরেছিলেন। তাইজুলকে সুইপ খেলতে গিয়ে পরাস্তা হয়ে এলবিডব্লিউ হয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার। শূন্য রানে আউট হয়েছেন তিনি। ২ উইকেটে ৩৮৯ থেকে মুহূর্তেই ৫ উইকেটে ৩৯১ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

লাঞ্চের পর রায়ান রিকেলটনকে (১২) ফেরান নাহিদ রানা। তবে এরপর বাংলাদেশি বোলিং ইউনিটকে আবারও অসহায় বানিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার উইয়ান মুল্ডার ও সেনুরান মুথুসামি। দুজনের দ্রুত রান তুলতে চেয়েছেন। মুথুসামি ছিলেন বেশি আক্রমণাত্মক।

চা বিরতির পর থেকেই বাংলাদেশ অপেক্ষায় ছিল কখন ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। মুল্ডারের সেঞ্চুরির পর সেই ‘অপেক্ষা’ শেষ হয়েছে। তাইজুল ইসলামকে ছক্কা মেরে ৯৯ থেকে সেঞ্চুরি পূর্ণ করা মুল্ডার ১৫০ বল খেলে ৮টি চার ৪টি ছক্কায় এই রান করেন।

সেখানেই ইনিংস ঘোষণা করা হয়। সেনুরান মুথুসামি তখন ৬৮ রানে অপরাজিত। অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন তিনি। ৭৫ বলে ৫টি চার ২টি ছয়ে এই রান করেছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ১৯৮ রানে নিয়েছেন পাঁচ উইকেট। একটি উইকেট নিয়েছেন নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন
সর্বশেষ

৮ জেলায় নতুন জেলা প্রশাসক
৩০ অক্টোবর ২০২৪ ১৬:২১

সম্পর্কিত খবর