নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে শান্তর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি
৩০ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৩৭
দুদিন ধরে ক্রিকেটপাড়ায় শোরগোল- বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। সংবাদমাধ্যমে খবরটি প্রচার হওয়ার পর বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এসব নিয়ে সরাসরি মন্তব্য করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বলেছেন, শান্তর সঙ্গে আলোচনা করতে চান আগে।
আজ বিসিবির বোর্ড মিটিং। মিটিংয়ের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। জানালেন, আজকের মিটিং শেষে চট্টগ্রামে যাবেন। সেখানে কোচ ও অধিনায়ক শান্তর সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।
তবে গণমাধ্যমে খবরটি প্রচার হওয়া এবং শান্ত নিজে সেখানে কথা বলাটা ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। শান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না, আপনাদের সঙ্গে নাজমুল কথা বলেছে কি না…অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের খবর তাদের এফেক্ট করতে পারে। খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার।’
‘তারা আসলে যেটাই ফিল করুক সেটা নিয়ে… বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশনস, সিইও, প্রেসিডেন্ট… বেশ কিছু পদক্ষেপ আছে, যা করা যেতে পারে। আমি আশা করি, খেলোয়াড়েরা এ ব্যাপারে সচেতন হবে। আর যদি কোনো খেলোয়াড় মনে করেন সে কন্টিনিউ করতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোনো রিকোয়েস্ট আসে… আমরা তাহলে আলোচনা করব।’
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ক্রিকেটার এবং কোচের সঙ্গে আলোচনায় বসলে একটা ভালো আউটকাম আসবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির।
ফারুক আহমেদ বলেছেন, ‘সবচেয়ে ইজি অপশন হচ্ছে, কেউ যদি বলে, আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। সবচেয়ে ইজি অপশন। বাট ইফ ইউ রিয়েলি ডিগ ডাউন, কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরি। আলাপ করব। দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক ইস্যু, যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে। প্লেয়ারদের সঙ্গে এক দিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেখানেও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে। দল, কোচ—সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।’
শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বোর্ড কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেছেন, ‘আমি তো ওদের সঙ্গে না বসলে বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি তার সঙ্গে বসি, তার যদি কোনো সমস্যা থাকে, সে যদি কন্টিনিউ করতে না চায়…এগুলো নিয়ে না বসলে বলতে পারব না। এই মুহূর্তে ওইভাবে তার সঙ্গে কোনো কথা হয়নি।’
সারাবাংলা/এসএইচএস