Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফজয়ীদের জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২১:৪০

মেয়েদের সাফল্যের উল্লাসে ভাসছে দেশের ফুটবল। গতকাল নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্মরণীয় সাফল্য এনে দেওয়া সাফজয়ী মেয়েদের জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সাফজয়ী দলকে ১ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে মেয়েদের জন্য। বিসিবির পক্ষ থেকে ২০ লক্ষ টাকা পুরস্কার প্রদাণের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল ফাইনালে নেপালকে হারানো বাংলাদেশ দল আজ দেশে এসে পৌঁছেছে দুপুরে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে নেওয়া হয়েছে সাবিনা-ঋতুপর্নাদের। বাফুফের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাফজয়ীদের। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সেখানে উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়নদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেন তিনি। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ডামি চেকও তুলে দেন ক্রীড়া উপদেষ্টা।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে সাফজয়ী নারী ফুটবলারদের জন্য ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদ্‌যাপনে বিসিবিও যোগ দিচ্ছে। তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’

বিজ্ঞাপন

এই অর্জন খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াবে বলে বিশ্বাস ফারুক আহমেদের। বলেছেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’

উল্লেখ্য, গতকাল নেপালের দশরথ রঙ্গশালায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দু’বছর আগে আগের টুর্নামেন্টেও শিরোপা জিতেছিল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর