Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

নাজমুল হোসেন শান্ত আসলেই কি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ছেন? ছাড়লে পরবর্তী অধিনায়ক কে? আলোচনাগুলো কদিন ধরেই ঘুরছে ক্রিকেটাঙ্গনে। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়- নেতৃত্ব ছেড়ে দিতে চান শান্ত। তারপর থেকেই চলছে শোরগোল।

শান্ত যদি অধিনায়কত্ব ছেড়ে দেন তবে পরবর্তী অধিনায়ক কে তার একটা ধারনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদদের নাম বলেছেন বিসিবি বস। আলোচনায় তাওহিদ হৃদয়, তাইজুল ইসলামদের নামও আছে।

বিজ্ঞাপন

শান্ত নেতৃত্ব ছাড়তে চান, এমন খবর প্রকাশ হওয়ার সময় দেশের বাইরে ছিলেন বিসিবি সভাপতি। দেশে ফিরে চট্টগ্রামে গেছেন তিনি। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলছিল বাংলাদেশের। অধিনায়ক শান্ত, হেড কোচ ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্য ছিল বিসিবি সভাপতির।

আজ সন্ধ্যা পর্যন্ত সেই বৈঠকটা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনেই টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসে শান্ত বললেন, বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক হয়নি তার। বৈঠক হলে এ বিষয়ে খোলাখুলি কথা বলবেন।

শান্ত বলেছেন, ‘অধিনায়কত্বের ব্যাপারে সভাপতি (ফারুক) কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (খবর) পাবেন। এখন পর্যন্ত (কথা) হয়নি। আমার এখনও সভাপতির সঙ্গে কথা হয়নি এ নিয়ে। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারব।’

শান্তর এই কথার কয়েক ঘণ্টা আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, শান্তর সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। প্রশ্ন হচ্ছে শন্ত যদি বৈঠকে নেতৃত্ব থেকে সড়ে যাওয়ার বিষয়ে অনড় থাকেন তবে পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে বেছে নিবে বিসিবি?

বিজ্ঞাপন

তাইজুল ইসলাম চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বলেছেন, তাকে দায়িত্ব দিলে নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তিনি। এদিকে, শোনা যাচ্ছে শান্ত সড়ে দাঁড়ালে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব পেতে পারেন তরুণ তাওহিদ হৃদয়।

বিসিবি সভাপতি পরবর্তী নেতৃত্ব প্রশ্নে মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নাম উল্লেখ করলেন। ফারুক আহমেদ বলেছেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরও অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’ তবে নেতৃত্ব যার কাছেই যাক না কেন তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিসিবি সভাপতি।

চট্টগ্রাম টেস্ট শেষ হয়েছে আজ। সে হিসেবে শান্তর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে বসার পরিবেশ তৈরি হয়েছে। সেক্ষেত্রে দু’একদিনের মধ্যেই হয়তো জানা যাবে শান্ত নেতৃত্বে থাকছেন কিনা। না থাকলে নতুন অধিনায়কের নামও জানিয়ে দিতে হবে বিসিবিকে।

কারণ সামনেই আফগানিস্তান সিরিজ। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর