লানজিনির বদলি হিসেবে ডাক পেলেন পেরেজ
৯ জুন ২০১৮ ২০:২০
।। সারাবাংলা ডেস্ক ।।
ইনজুরিতে পড়ে রাশিয়া যেতে পারছেন না আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সাত-আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। শেষ সময়ে তার জায়গায় বদলি হিসেবে জায়গা ডাক পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো পেরেজ।
জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে মাঠে নেমেছিলেন ৩২ বছর বয়সী ভ্যালেন্সিয়ার সাবেক মিডফিল্ডার পেরেজ।
২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে রানার্স আপ হয়েই ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
সারাবাংলা/এসএন