Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ছাড়ার আগে অধিনায়কত্ব নিয়ে যা বললেন ‘সম্ভাব্য অধিনায়ক’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৯:৩২

নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেটে নানান আলোচনা। নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উঠছে মেহেদি হাসান মিরাজের নাম। তবে মিরাজ যেহেতু অনেকদিন যাবত টি-টোয়েন্টি দলে নিয়মিত নয় সেক্ষেত্রে টি-টোয়েন্টি ফরম্যাটে পরবর্তী অধিনায়ক হিসেবে উঠছে তাওহিদ হৃদয়ের নাম। হৃদয় এ বিষয়ে খুব বেশি কিছু বললেন না। বলেছেন, বিষয়টি পুরোপুরি বোর্ডের উপর নির্ভর করছে। তিনি এসব না ভেবে খেলায় মনোযোগ দিচ্ছেন, বলেছেন তরুণ ব্যাটার।

বিজ্ঞাপন

অধিনায়কত্ব নিয়ে নানান আলোচনার মধ্যে শান্তকে অধিনায়ক রেখেই অবশ্য আসন্ন আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতে।

আজ শনিবার (২ নভেম্বর) কয়েকজন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। আর ক’জন যাবেন আগামীকাল। আজ দেশ ছাড়া ক্রিকেটারদের মধ্যে তাওহিদ হৃদয়ও ছিলেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উঠল তার অধিনায়কত্ব নেওয়া প্রসঙ্গ। হৃদয় বলেছেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তাঁরা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

অধিনায়ত্ব পেলে নিতে রাজি কিনা, এমন প্রশ্নে হৃদয় বলেছেন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

আফগানিস্তান সিরিজ দিয়ে দীর্ঘ আট মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগানিস্তান সিরিজটা দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে ঢুকবে দল।

হৃদয় ভালো শুরুর প্রত্যাশা করছেন। বলেছেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

বিজ্ঞাপন

গত কয়েক মাসে টি-টোয়েন্টি ও টেস্টই খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা বাদ দিলে তেমন সাফল্য নেই। ব্যাটাররা রানের জন্য সংগ্রাম করছে প্রতি সিরিজেই। অবশ্য হৃদয়ের প্রত্যাশা, সম্প্রতি সময়ে ক্রিকেটারদের বাজে ফর্ম আফগানিস্তান সিরিজে প্রভাব ফেলবে না।

বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটার এখানে অনেক পেশাদার। আমার মনে হয়, অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। ম্যাচ ধরে ধরে এগোনো ভালো। হতে পারে একটি ম্যাচ বা বড় কোনো টুর্নামেন্ট। আমি আশা করি, সম্প্রতি আমাদের (ফল) কী হয়েছে বা কী করেছি, এগুলো নিয়ে ভাবার সময় নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সামনের দিনটা আমরা কীভাবে শুরু করব, সেই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বর্তমানে থাকতে চাই।’

সারাবাংলা/এসএইচএস

তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর