৬ ওভারে ১০৩ রান তুলেও সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ
৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৯:২৮
হংকংয়ের ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা থেমে গেল। রান উৎসবের টুর্নামেন্টে আগে ব্যাটিং করে শক্ত স্কোরই গড়েছিল বাংলাদেশ। তবু ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে প্রতিপক্ষ শ্রীলংকা।
শ্রীলংকার বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল বাংলাদেশ। পরে ৩ উইকেট হারিয়ে ৫.৫ ওভারে জয় নিশ্চিত করেছে শ্রীলংকা।
প্রায় ৭ বছর পর হংকং আয়োজন করেছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। এটা ৬ ওভারের টুর্নামেন্ট। অর্থাৎ প্রতিটি দল ব্যাটিং করার সুযোগ পায় ৬ ওভার করে। প্রতি দলে ১১ জনের বদলে ক্রিকেটারও থাকেন ৬ জন করে। ছয় ওভারের এই টুর্নামেন্টে আয়োজকরা রান উৎসবের জন্য সম্ভাব্য সব কিছুই করেছে! ব্যাটিং সহায়ক পিচের পাশাপাশি বাউন্ডারি লাইনের দৈর্ঘ্য, প্রস্থও কম। এই সুযোগে রানের ফোয়ারা ফুটছে ব্যাটে। পুরো টুর্নামেন্ট জুড়ে রান উৎসব করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলও। তবে যাত্রাটা থেমে গেল সেমিফাইনালে গিয়ে।
রোববার (৩ নভেম্বর) টুর্নামেন্টের সেমিফাইনালে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১.৫ ওভারের ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন দুজন। মামুন ৪ বলে ১৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
তিনে নেমে আজও ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে জিসান আলম ও ইয়াছির আলি রাব্বিকে হারিয়ে বিপদে পরে বাংলাদেশ। জিসান ১১ বলে ৩৬ রান করে ফিরলে জুটি ভাঙে। ১টি চার ৫টি ছক্কার সাহায্যে এই রান করেন জিসান। পরের বলে ফেরেন ইয়াসির আলিও।
তবে শেষ দিকে সাইফউদ্দিনের সঙ্গে রানের চাকা সচল রেখেছিলেন পেসার আবু হায়দার রনি। ৬ বল খেলে ৩টি ছয়ে ১৮ রান করেন রনি। আর পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফর্ম করা সাইফউদ্দিন ১২ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। ৩টি চারের সঙ্গে ১টি ছক্কাও মেরেছেন সাইফ।
পরে জবাব দিতে নেমে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন শ্রীলংকান অধিনায়ক সান্দুন উইরাক্কোদি। মাত্র ১৬ বল খেলে ৭টি চার ৩টি ছক্কায় ৫০ রান করেন লংকান ওপেনার। শ্রীলংকার অপর ওপেনার ধনঞ্জয়া লক্ষন ৬ বলে ৪টি ছয়ে ২৪ রান করেন। পঞ্চম ওভারে জিসান আলম দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ দিকে নিমেশ বিমুক্তি ৪ বলে ১২ রান তুলে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন। ১ বল হাতে রেখে শ্রীলংকার ৩ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি।
সারাবাংলা/এসএইচএস