Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অদ্ভূত কারণে’ আফগানদের বিপক্ষে স্কোয়াডের সব ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৭:০২

রাত পোহালে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। এদিকে, সিরিজ শুরুর দিনে স্কোয়াডের সব ক্রিকেটারকে বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা!

তরুণ স্পিনার নাসুম আহমেদ ও তরুণ পেসার নাহিদ রানা দলের সঙ্গে যেতে পারেননি আরব আমিরাতে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাসুম-নাহিদ এখনো দেশেই!

বিজ্ঞাপন

মূলত ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে আরব আমিরাতের বিমান ধরতে পারেননি দুই ক্রিকেটার। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছিল, দ্রুত ভিসা জটিলতা দুর হবে দুজনের। শিগগিরই দলের সঙ্গে দিতে পারবেন দুজন। কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি।

অবশ্য বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ভিসা পেয়ে যাওয়ার কথা নাসুম-নাহিদ রানার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা দুজনের। তেমনটা হলেও প্রথম ওয়ানডেতে অনিশ্চিত হয়ে পরবেন দুজন।

কারণ আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। নাসুম-নাহিদ রাতের যাত্রা ধকল কাটিয়ে কাল ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে থাকতে পারবেন কিনা সন্দেহ। তাছাড়া অনুশীলন ঘাটতির বিষয়টিও থাকছে।

বাংলাদেশের ওয়ানডে দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

একই দলে খেলবেন কোহলি-বাবর!
৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৭

কমলাকে জেতাতে ভারতে বিশেষ পূজা
৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর