Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমানে সমান লড়বো: মেসি


১০ জুন ২০১৮ ১২:৫৭

সারাবাংলা ডেস্ক ।।

আরেকটি বিশ্বকাপ জয়ের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় আর্জেন্টিনা। নিজেদের রাশিয়া বিশ্বকাপে ফেভারিট না মানলেও এবার সফল হওয়ার ব্যাপারে আশাবাদী গতবারের রানার্সআপ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, এবার শিরোপা জিততে রাশিয়ায় লড়বে অভিজ্ঞতাসম্পন্ন আর্জেন্টাইন ফুটবলাররা।

গত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর কোপা আমেরিকার পর পর দুই আসরে ফাইনালে উঠলেও দুবারই চিলির বিপক্ষে হেরে বসে মেসি অ্যান্ড কোং। তবে, এবার রাশিয়ায় আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যেই নামবে তার সতীর্থরা-এমনটি জানিয়েছেন মেসি।

আর্জেন্টিনার অধিনায়ক মেসি এই বিশ্বকাপে ফেভারিটের তালিকায় রেখেছেন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেনকে। তাদের কাতারে যে আর্জেন্টিনা নেই সেটাও জানিয়েছেন মেসি। তারপরও শিরোপা জিততে আশাবাদী আর্জেন্টিনার দলপতি। তিনি জানিয়েছেন, ‘আমরা শিরোপা জিততে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি। বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্পেও আমরা দারুণভাবে নিজেদের ঝালাই করে নিয়েছি। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, যারা ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে বেশ এগিয়ে। আমরা যেকোনো দলের বিপক্ষে সমানে সমান লড়ব, যদিও আমরা ফেভারিট না।’

২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ আসরে অভিষেক হয় মেসির। সেবার কোয়ার্টার-ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন মেসি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দল শিরোপা না জিতলেও ব্যক্তিগত নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছিলেন।

বিজ্ঞাপন

তিন বিশ্বকাপে খেলা মেসি আরও জানান, ‘তিনটি ভিন্ন পরিস্থিতিতে আমি তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি…সবগুলো থেকেই আমি ইতিবাচক দিকগুলো গ্রহণ করেছি।’

এবার বিশ্বকাপে এককভাবে কেউ ফেভারিট নয় বলে মনে করেন মেসি, ‘সব ফেভারিট দলগুলো তাদের খেলোয়াড় আর দলের বিচারে খুব ভালোভাবে টুর্নামেন্টে পা রাখবে। আমি মনে করি, এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হতে যাচ্ছে।’

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর