Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্ বাংলা ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৫:৫৫

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ্ বাংলা ব্যাংক। সেই সঙ্গে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ- বাংলা ব্যাংকেরই দুটি সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।

আজ বুধবার (৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেছে বিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, টাইটেল স্পন্সর ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন ও বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটার্স হোল্ডার ইমপ্রেস মাত্রার পক্ষ থেকে অভিনেতা ও নির্মতা আফজাল হোসেন।

বিজ্ঞাপন

বিপিএলে এবারই প্রথম যুক্ত হলো ডাচ্ বাংলা ব্যাংক। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ডাচ্ বাংলার দীর্ঘদিনের সম্পর্ক। বাংলাদেশের প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল ডাচ্ বাংলার পৃষ্ঠপোষকতায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থেকেছে ডাচ্ বাংলা ব্যাংক। এবার যুক্ত হলো বিপিএলে।

বিপিএলের ১১তম আসর মাঠে গড়ানোর কথা ৩০ ডিসেম্বর। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে- টি স্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর