Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত মোস্তাফিজ-তাসকিনকে সামলে আফগানিস্তানের ২৩৫

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২০:০৫

টস হেরে বোলিং করতে নেমে আফগানিস্তানকে শুরুতে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের পেস সামলে বিপদের মুখে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মোহাম্মদ নবি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি সঙ্গ দিলেন দারুণভাবে। এই দুজনের ব্যাটে ভালো একটা স্কোর গড়েছে আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করতে নেমে ২৩৫ রান তুলেছে আফগানিস্তান। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ সচরাচর ব্যাটিং সহায়ক। আজও তার ব্যতিক্রম নয়। তবে আফগানিস্তান যেমন বোলিং শক্তিশালী দল তাতে এই স্কোরকে ‘ছোট’ বলার সুযোগ নেই।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করতে নেমে শুরুতে আফগানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন বাংলাদেশি পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন আহমেদ। এরপর মোস্তাফিজ ঝড়ে ৩৫ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। পরপর তিন উইকেট তুলে নেন মোস্তাফিজ।

দলীয় ৭১ রানের মাথায় তাসকিন আহমেদ গুলবাদিন নাইবকে (২২) ফেরালে ৭১/৫ হয়ে পরে আফগানিস্তান। আফগানরা দেড়শ পর্যন্ত যেতে পারবে কিনা তখন সেটাই বড় শঙ্কা। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে মোহাম্মদ নবীর সেখান থেকেই পাল্টা লড়াই।

শহিদি রানের চিন্তুা বাদ দিয়ে মাটি কামড়ে উইকেটে পরে থাকতে চেয়েছেন। অপর দিকে মোহাম্মদ নবী স্বাভাবিক খেলাটা খেলে গেছেন। ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রান যোগ করেন দুজন। মোস্তাফিজুর রহমানই এই জুটি ভাঙেন। ৯২ বলে ২ চারে ৫২ রান করা শহিদিকে সরাসরি বোল্ড করেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

আট নম্বরে নামা রশিদ খানকে (১১) সুবিধা করতে দেননি শরিফুল ইসলাম। এরপর তাসকিন আহমেদ একই ওভারে মোহাম্মদ নবিসহ দুই উইকেট তুলে নিলে ২১৯ রানে নবম উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ দিকে আফগানিদের নবম ব্যাটার খারোটে কার্যকারী একটা ইনিংস খেলে আফগানদের দুইশ ত্রিশের ওপারে নিয়ে গেছেন।

তাসকিনের বলে তানজিম তামিমের হাতে ধরা পরার আগে ৭৯ বল খেলে ৪টি চার ৩টি ছয়ে ৮৪ রান করেছেন মোহাম্মদ নবি। খারোটে ২৮ বলে ২ চার ১ ছয়ে ২৭ রান করে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের দশ উইকেটের একজন রান আউট, বাকি ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান ৫৮ রান নিয়েছেন চার উইকেট। ৩২ রানে এক উইকেট নিয়েছেন শরিফুল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর