Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশে আসছে আইরিশ মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৮

নভেম্বরের শেষভাগ ও ডিসেম্বর শুরুর ভাগ মিলিয়ে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশ আসছে আইরিশরা।

বুধবার (৬ নভেম্বর) দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দুই সিরিজেই নেতৃত্ব থাকছেন গ্যাবি লুইস।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে- ২৭ নভেম্বর, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে আইরিশ মেয়েদের।

ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।

টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর