ভোটে নির্বাচিত হওয়া বিশ্বকাপের ৩২ স্লোগান
১০ জুন ২০১৮ ১৬:০৯
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের অফিসিয়াল স্লোগান গত মাসে প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অনলাইন জরিপের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া স্লোগানগুলো নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
অনলাইনে ভোটের মাধ্যমে মোট ৯৬টি স্লোগান থেকে ৩২ দেশের স্লোগান বেছে নেয় ভক্তরা। গত ২৬ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ভোট নেওয়া হয়। প্রত্যেকটি দেশের স্লোগান তাদের নিজ নিজ টিম বাসে লেখা থাকবে।
ভোটে নির্বাচিত হওয়া ৩২টি দলের স্লোগান:
স্পেন: একসাথে আমরা অজেয়।
ব্রাজিল: পাঁচ তারার চেয়েও বেশি, ২০ কোটি হৃদয়।
আর্জেন্টিনা: একটি স্বপ্নের জন্য একত্রিত হওয়া।
ফ্রান্স: তোমার শক্তি, তোমার আবেগ, চলে আসো লাস ব্লুজ।
ইংল্যান্ড: আমাদের কাছে বিজয়ীদের পাঠাও।
জার্মানি: চলো একসাথে ইতিহাস লিখি।
রাশিয়া: খোলা হৃদয়ে খেলো।
কলম্বিয়া: একটি স্বপ্ন, তিনটি রং এবং পাঁচ কোটি হৃদয়।
কোস্টারিকা: কোনও কিছুই অসম্ভব নয় যখন পুরো দেশ খেলে।
ক্রোয়েশিয়া: ছোট দেশ, বড় স্বপ্ন।
মিশর: যখন ফারাওদের বলবেন, তখন পৃথিবী অবশ্যই জেগে উঠবে এবং কথা শুনবে।
সুইডেন: সুইডেনের জন্য একসাথে।
সৌদি আরব: মরুভূমির নাইটস।
আইসল্যান্ড: চলো, আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করি।
উরুগুয়ে: আকাশ হালকা নীল, রাশিয়ায় সূর্য ঝলমল করবে।
অস্ট্রেলিয়া: সাহসী হও, উদ্যোগী হও, সবুজ সোনালীর সকারুরা।
বেলজিয়াম: মিশনে লাল শয়তানেরা।
দক্ষিণ কোরিয়া: এশিয়ার বাঘেরা, বিশ্ব জয় করবে।
ইরান: আট কোটি মানুষ, একটি জাতি, একটি হৃৎস্পন্দন।
ডেনমার্ক: একসাথে ইতিহাস গড়বো।
পোল্যান্ড: চলো পোল্যান্ড।
জাপান: এটা যুদ্ধের সময়, সামুরাই ব্লু।
মরক্কো: এটলাস সিংহ, মরক্কোর গর্ব।
নাইজেরিয়া: আফ্রিকার গর্বের পালক।
পানামা: পানামা দুটি সমুদ্রের প্রবাহ।
মেক্সিকো: মেক্সিকোতে তৈরি, বিজয়ের লক্ষ্যে।
পর্তুগাল: অতীত গৌরবের, বর্তমান ইতিহাস।
সেনেগাল: সেনেগালের মানুষদের জন্য কিছুই অসম্ভব নয়।
সার্বিয়া: একটি দল, একটি স্বপ্ন – সার্বিয়া।
তিউনিসিয়া: রাশিয়ায় ঈগলরা এসেছে, হাতে হাত রেখে চলেছে খেলোয়াড় ও ভক্তরা।
সারাবাংলা/এমআরপি