বড় জয়ে প্রস্তুতি সারল ব্রাজিল
১০ জুন ২০১৮ ২১:৫৭ | আপডেট: ১০ জুন ২০১৮ ২২:০৩
।। সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে ৩-০ গোলের জয় তুলে নিলো ব্রাজিল। ম্যাচে অস্ট্রিয়ার জালে একবার করে বল জড়িয়েছেন জেসুস, নেইমার এবং কুতিনহো।
ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস (১-০)। এরপর প্রথমার্ধে আর গোল না হলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার (২-০)। ৬ মিনিট পর অস্ট্রিয়ার জালে বল জড়ান ফিলিপ কুতিনহো (৩-০)। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিলিয়ানরা।
হেক্সা জয়ের মিশনের আগে নেইমার-কুতিনহো-জেসুসদের প্রস্তুতি সেরেছে ভালোভাবেই। রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ‘ই’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা এবং সার্বিয়া।
সারাবাংলা/এসএন