Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান সিরিজ হারলেও ‘রত্ন’ খুঁজে পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২১:০৫

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে কি পেল বাংলাদেশ? প্রশ্নটা অনেকের কাছে অবান্তরও মনে হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার নিশ্চয় বড় ধরনের অপ্রত্যাশিত ঘটনা। তাছাড়া প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে হতাশার মধ্যেও প্রাপ্তির একটা উল্লাসও মিলছে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ওয়ানডে অভিষেকের ম্যাচে তাক লাগিয়ে দেওয়ার মতো বোলিং করেছেন নাহিদ। তরুণ এই পেসারের মধ্যে দুর্দান্ত সম্ভবনা দেখছেন অনেকে।

বিজ্ঞাপন

নাহিদ রানার ওয়ানডে অভিষেকটা বেশ নাটকীয়তায় ভরা। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি। যতদিনে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ততোদিনে প্রথম ওয়ানডে শেষ। দ্বিতীয় ওয়ানডেতে তাই তার প্রস্তুতি ঘাটতি ছিল।

তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ দেওয়া হলো নাহিদকে। টেস্টের পর ওয়ানডতেও অভিষেক হয়ে যায় নাহিদের। অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের ছয় ফুট উচ্চতার পেসার। নিখাদ গতি, সঠিক লাইন-লেংথে নাকাল করেছেন আফগান ব্যাটারদের। বিশেষ করে আফগান টপ অর্ডার ব্যাটারদের নাহিদ যেভাবে নাকানি-চুবানি খাওয়ালেন সেটা ছিল দেখার মতো। ১০ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন নাহিদ।

গতকাল তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার আগেই নাহিদকে নিয়ে মুগ্ধতার কথা শুনিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপ। নাহিদসহ পুরো বাংলাদেশি পেস আক্রমণকে নিয়েই কথা বলেছেন ক্যারিবিয়ান তারকা। নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নাহিদকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ফিল সিমন্সও। বলেছেন, তরুণ নাহিদ একটা রত্ন, ‘(নাহিদ) রানা আজ অবিশ্বাস্য রকম ভালো বল করেছে। গতি কিনতে পাওয়া যায় না। আপনি কাউকে জোরে বল করতে শেখাতেও পারবেন না। রানার গতিটা প্রকৃতিদত্ত। আমরা চেষ্টা করব, তাকে ঘষেমেজে আরও ভালো বোলার বানানোর। অসামান্য প্রতিভাধর সে, সে একটা রত্ন। সে সব সময়ই চায় জোরে বল করতে। আমি তো এমন কিছু দেখতেই ভালোবাসি।’

উল্লেখ্য, চলতি বছর পাকিস্তান সফরে টেস্টে অভিষেক হয়েছে নাহিদের। পাকিস্তান সিরিজের দুর্দান্ত বোলিং করার পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন নাহিদ। রং ছড়ালেন ওয়ানডের অভিষেকেও।

সারাবাংলা/এসএইচএস

ইয়ান বিশপ নাহিদ রানা ফিল সিমন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর