Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদে আবারও এগিয়ে এলেন ‘কলিজাওয়ালা খান’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৮:১৫

অন্যের প্রয়োজনে, বিপদে এগিয়ে আসার নজির তামিম ইকবালের বহু আছে। সে জন্য ক্রিকেটপাড়ায় আহ্লাদ করে তামিম ইকবাল খানকে ডাকা হয় ‘কলিজা ওয়ালা খান’ বলেও। বিপদে আরেকবার এগিয়ে এলেন তামিম। দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার পরিবার নানান সংকটে দিন কাটাচ্ছে।

একদিন আগে জিয়া পরিবারকে নিয়ে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। সেখানে উঠে আসে একমাত্র ছেলে তাহসিনকে নিয়ে বেশ কষ্টেই দিন কাটাচ্ছেন জিয়ার স্ত্রী লাবণ্য। বিষয়টি নজরে আসে তামিম ইকবালের। পরে তামিম নিজেই যোগাযোগ করেছেন জিয়া পরিবারের সঙ্গে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে জিয়া পরিবারের সঙ্গে দেখা করেন তামিম। তাদের হাতে তুলে দেন পাঁচ লাখ টাকার চেক। প্রয়োজনে পরবর্তীতেও জিয়া পরিবারের পাশে থাকার কথা বলেছেন তামিম।

জিয়ার স্ত্রী লাবণ্য সংবাদমাধ্যমকে বলেছেন, ‘উনি আমার সঙ্গে কথা বললেন, তিনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। সবসময় আমরা তাকে পছন্দ করি। আমার ছেলের ব্যাপারে কথা বললো। জিয়াকে সম্মান করলো। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে।’

‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’- যোগ করেছেন লাবণ্য।

জিয়ার ছেলে তাহসিন নিজেও দাবাড়ু। ফিদে মাস্টার তিনি। সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে এসেছেন তিনি। পরবর্তী টুর্নামেন্টগুলোতে তাহসিনকে স্পন্সর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর