গ্লোবাল লিগ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ— কোচ আশরাফুল
১৪ নভেম্বর ২০২৪ ২২:২৬
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আদলে গ্লোবাল সুপার লিগ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে আগে অনুষ্ঠিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। বিভিন্ন কারণে সেই লিগ অনেকদিন যাবত বন্ধ। এবার তার আদলে গ্লোবাল সুপার লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স যাচ্ছে এই লিগ খেলতে।
দলটার কোচ হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এক সময়কার তারকা ক্রিকেটার আশরাফুল কোচিং কোর্স সম্পন্ন করে এখন পুরোদমে কোচ। রংপুর রাইডার্সের সঙ্গে কোচিং যাত্রা শুরু হচ্ছে তার। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ নিয়ে আশাবাদি আশরাফুল।
এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ হবে বিশ্বের পাঁচটি ক্লাব নিয়ে। সে হিসেবে এমন প্রতিযোগিতায় শিরোপা জেতা সহজ নয়। তবে কঠিন কাজটা রংপুর করতে পারবে বলে আশাবাদি আশরাফুল। সেই সঙ্গে এমন গ্লোবাল টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার বলেছেন আশরাফুল।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করেছেন রংপুরের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে কথা বলেছেন আশরাফুল। বলেছেন, ‘(শিরোপা জেতা) অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়ড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।’
‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’- যোগ করেছেন আশরাফুল।
গ্লোবাল টি-টোয়েন্টির জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। স্কোয়াডে ৯ জন বাংলাদেশি, বাকি চারজন বিদেশি।
দল নিয়ে আশাবাদি আশরাফুল, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’
সারাবাংলা/এসএইচএস