আত্মবিশ্বাস বেশিই থাকছে ব্রাজিলের
১১ জুন ২০১৮ ১৩:১৪
।। সারাবাংলা ডেস্ক ।।
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যেই রাশিয়ায় যাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় দিয়ে ভালভাবেই প্রস্তুতি সারল নেইমার-জেসুস-কুতিনহোরা। তাই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়েই রাশিয়ায় যাচ্ছে সেলেকাওরা।
নিজেদের নিয়ে আত্মবিশ্বাসটা অবশ্য বেশিই থাকছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের। রাশিয়ায় যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচের পর তাই বললেন ব্রাজিলের এই তারকা, ‘আপনি বিশ্বাস রাখতে পারেন, স্বপ্নও দেখতে পারেন। আপনি বলতে পারেন, আপনি ব্রাজিলিয়ান এবং স্বপ্ন দেখতেই পারেন। আমরা বেশি বেশি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে নিষেধ নেই।’
ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিওর রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে ৫৫ গোল করে দেশের হয়ে গোলদাতার তালিকায় রোমারিওর সঙ্গে তৃতীয়স্থানে নাম লিখিয়েছেন নেইমার। তালিকার শীর্ষে আছেন সর্বোচ্চ (৭৭) গোলদাতা পেলে, আর তালিকায় দুইয়ে আছেন রোনালদো (৬২)।
রাশিয়ায় নিজেদের ভালোকিছুই হবে, সেই আত্মবিশ্বাসের কথাই জানান দিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার জেসুস। ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান দেশের জার্সিতে ১৭ ম্যাচে করেছেন ১০টি গোল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর এই স্ট্রাইকার বললেন, ‘অস্ট্রিয়ার যথেষ্ট যোগ্যতা আছে এবং এই ম্যাচটি সহজ ছিলনা। আমরা তাদের বিপক্ষে একটি বড় ম্যাচ খেলেছি।’
গত সপ্তাহে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছিল ব্রাজিল। শেষ প্রস্তুতি হিসেবে অস্ট্রিয়ার বিপক্ষেও বড় জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুতিনহো, ‘ম্যাচটি আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো খেলেছি এবং ভালভাবেই জিতেছি। এটাই আত্মবিশ্বাস বাড়াবে। আমি সবসময় চেষ্টা করি কোচের যখন, যেভাবে আমাকে দরকার পড়বে সেখানেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
সারাবাংলা/এসএন