Friday 15 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর নিষিদ্ধ কোচকে আরো ১০ বছরের নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪ ১৪:৩৯

দীর্ঘ নিষেধাজ্ঞা পেলেন দুলীপ সামারাবিরা

নিন্দনীয় আচরণের জন্য শ্রীলংকার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরা ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই মাসও হয়নি। এর সাথে যুক্ত হলো আরো ১০ বছর। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)  দেয়া এই সাজা চলবে আগের ২০ বছরের সাথে সমান্তরালে। সাবেক এই লংকান ক্রিকেটার দীর্ঘদিন কর্মরত ছিলেন অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার নারী দলের কোচিং স্টাফে। এ ছাড়া বিগ ব্যাশেও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মেলবোর্ন স্টার্সে।  

বিজ্ঞাপন

অসদাচরণের জন্য নিষিদ্ধ সামারাবিরা আগামী ২০ বছর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, দেশটির যেকোনো রাজ্য ক্রিকেট দল কিংবা বিগ ব্যাশ–কোনো দলেই কাজ করতে পারবেন না। সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে,  ভিক্টোরিয়া নারী দলের একজন ক্রিকেটারের সাথে অসংগতিপূর্ণ আচরণের দায়ে সেপ্টেম্বরে তাকে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির ২.২৩ ধারা লঙ্ঘন করে ক্রিকেটের স্পিরিটি পরিপন্থী কাজ করেছেন সামারাবিরা। এর সাথে এবারের ১০ বছরের নিষেধাজ্ঞাটা এসেছে ভিক্টোরিয়ার কর্মরত থাকাকালীন প্রাইভেট কোচিংয়ের ঘটনায়। অর্থাৎ চুক্তিবদ্ধ অবস্থাতেই অন্যত্র কোচিং দিচ্ছিলেন তিনি। 

দুলীপ সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলংকার জার্সিতে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। তার আরো একটা পরিচয়- তিনি বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ ও সাবেক লংকান ক্রিকেটার থিলান সামারাবিরার বড় ভাই।

সারাবাংলা/জেটি

ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট কোচ নিষিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর