Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের খেলোয়াড়দের জন্য এটা বড় সুযোগ’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৮:২৩

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স এই আয়োজনের অংশ হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স খেলতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, এটা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বড় সুযোগ।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য অনেক আগেই স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। কদিন ধরে অনুশীলন করে যাচ্ছেন দলটির ক্রিকেটাররা। টুর্নামেন্ট খেলতে দুই ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবেন রংপুরের ক্রিকেটাররা। অধিনায়ক সোহানসহ একটা ভাগ যাবেন আগামীকাল।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৬ নভেম্বর) রংপুর রাইডার্স জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন করেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অধিনায়ক নুরুল হাসান সোহান এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য রংপুরের স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটার আছেন ৯ জন। এমনিতে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না বাংলাদেশি ক্রিকেটাররা। সেখানে এবার সুযোগ মিলছে বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার।

বিজ্ঞাপন

সোহান বলেন বিষয়টি চ্যালেঞ্জিং তবে শেখার সুযোগও, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লিগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’

‘সবমিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।’- যোগ করেছেন নুরুল হাসান সোহান।

পাঁচটি দলকে নিয়ে আগামী ২৬ নভেম্বর মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টের মোট ম্যাচ ১১টি। সবগুলোই অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

সারাবাংলা/এসএইচএস

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর