Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে…

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২১:৪৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২১:৫৬

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল আয়োজক পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টটা ঠিক কোথায় আয়োজন হবে তার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতোমধ্যেই পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান থেকে সরে যায় কিনা সেই আলোচনাও চলছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ট্যুর আয়োজন শুরু করেছে আইসিসি। যার ধারাবাহিকতায় ট্রফি আসছে বাংলাদেশেও।

বিজ্ঞাপন

এরই মধ্যে আয়োজক দেশ পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ, স্কারদুতে প্রদর্শন করা হবে এটি। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় ‘কেটু’তেও আরোহণ করানো হবে ট্রফিটিকে।

আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির, থাকবে ১৩ তারিখ পর্যন্ত। এর মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং কক্সবাজারে সমুদ্র সৈকতে ট্রফির প্রদর্শন করার কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারির ১৯ তারিখে মাঠে গড়ানোর কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর