বাংলাদেশের জয়ে ছিলেন তামিমও
১৬ নভেম্বর ২০২৪ ২২:২১
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আজ দারুণ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বছরের শেষ ম্যাচে পাপন সিংয়ের অস্তিম মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজের বাংলাদেশের জয়ের ম্যাচে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখতে গিয়েছিলেন তামিম। এই প্রথম মাঠে বসে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখলেন তারকা ক্রিকেটার। পুরো খেলা অবশ্য দেখেননি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেরিয়ে গেছেন। সেই সময় ১-১ ব্যবধানে সমতা ছিল ম্যাচে। পরে পাপন সিংয়ের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের বিরতির সময় বসুন্ধরা কিংস অ্যারেনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম। বলেছেন, ফুটবল এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তামিম বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। অবশ্য আমার ৯ বছর বয়সী ছেলে অনেকবার এসে খেলা দেখেছে। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ, সুযোগ-সুবিধা দুর্দান্ত।’
ক্রিকেটার তামিম বলেছেন, ফুটবলই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, ‘সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে। শুধু নিজে নয়, পরিবার নিয়ে সবাইকে খেলা দেখতে আসার আহ্বান জানাচ্ছি। কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে।’
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২৩ মিনিটে আলী ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। পরে ম্যাচের ৪২ মিনিটে মজিবর রহমান জনির গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পাপন সিংয়ের অস্থিম মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সারাবাংলা/এসএইচএস