সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ
১১ জুন ২০১৮ ১৭:২৭
সারাবাংলা ডেস্ক ।।
০. সুইজারল্যান্ডই একমাত্র দল, যারা পুরো বিশ্বকাপে কোনো গোল হজম করেনি (২০০৬ সালে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় হয়েছিল তাদের)
১. একমাত্র দক্ষিণ আফ্রিকাই স্বাগতিক হিসেবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়
১. কর্নার থেকে সরাসরি গোল দেওয়ার একমাত্র কীর্তি কলম্বিয়ার মার্কোস কোলের (১৯৬২ সালে, সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে)
১. আর্জেন্টিনার ক্লদিও ক্যানিজিয়া একমাত্র খেলোয়াড় যিনি বেঞ্চ থেকে লাল কার্ড দেখেছিলেন (২০০২ বিশ্বকাপে, সুইডেনের বিপক্ষে)
২. দুইটি পেনাল্টি মিস করা একমাত্র খেলোয়াড় ঘানার আসামোয়াহ জিয়ান (২০০৬ ও ২০১০)
২. দুইটি নতুন দেশের অভিষেক-পানামা ও আইসল্যান্ড
২. নেদারল্যান্ডসের এরনি ব্রেন্টস বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি একই ম্যাচে নিজের ও প্রতিপক্ষ, দুই জালেই গোল দিয়েছিলেন
৩. গত তিন বিশ্বকাপেই সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি
৩. তিনবার বিশ্বকাপ খেলে একটি ম্যাচও জিততে পারেনি বলিভিয়া ও হন্ডুরাস
৪. মাত্র চার বিশ্বকাপে চারটি দেশ সবকটি ম্যাচ জিতেছে (উরুগুয়ে ১৯৩০, ইতালি ১৯৩৮, ব্রাজিল ১৯৭০ ও ২০০২)
৫. সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার কীর্তি জার্মানির লোথার ম্যাথাউস ও মেক্সিকোর কারবাহালের
৭. মুখোমুখি সবচেয়ে বেশিবার দেখা হয়েছে ব্রাজিল-সুইডেন, জার্মানি-যুগোস্লাভিয়া ও আর্জেন্টিনা-জার্মানির
৮. আটবার বিশ্বকাপ খেলে একবারও প্রথম রাউন্ড পার হতে পারেনি স্কটল্যান্ড
৮. দ্রুততম হ্যাটট্রিক হাঙ্গেরির লাজলো কিসের (এল সালভাদরের বিপক্ষে ৬৯, ৭২ ও ৭৬ মিনিটে, ১৯৮২ বিশ্বকাপে)
১০. সবচেয়ে বেশি ক্লিন শিট ইংল্যান্ডের পিটার শিলটন ও ফ্রান্সের ফাবিয়ান বার্থেজের
১১. সবচেয়ে বেশি গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড
১১. বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে ব্রাজিল
১৬. ১৯৫৪ সালের পর থেকে টানা ১৬টি আসরে জার্মানি অন্তত কোয়ার্টার ফাইনালে গিয়েছে
২১. প্রতিটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে শুধু ব্রাজিলেরই
২৫. সবচেয়ে বেশি ম্যাচে কোচ ছিলেন জার্মানির হেলমুট শন (১৯৬৬-১৯৭৮)
৪৪. প্রথমবার শিরোপা জেতার পর সবচেয়ে বেশি বিরতি ইতালির (১৯৩৮ থেকে ১৯৮২)
৫৬. প্রথমবার অংশগ্রহণের পর সবচেয়ে বড় বিরতি মিশরের (১৯৩৪ সালের পর ১৯৯০) এবং নরওয়ের (১৯৩৮ সালের পর ১৯৯৪)
১৭ বছর ৪১ দিন
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইড (১৯৮২ বিশ্বকাপ)
৪৩ বছর ৩ দিন
সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় কলম্বিয়ার ফারিড মনড্রাগন (২০১৪ বিশ্বকাপ)
অংশ নেওয়া সবচেয়ে বড় দেশ- ব্রাজিল
সবচেয়ে ছোট দেশ- আইসল্যান্ড
সারাবাংলা/এমআরপি