Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের তোপে প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ২২:২০

দুই উইকেট নেন তাসকিন আহমেদ

টানা আউট সুইংগারে প্রথম ওভারে দারুণ শুরু করেছিলেন হাসান মাহমুদ। নেন মেইডেন ওভার। নতুন বলে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামও বেশ চ্যালেঞ্জ ছুঁড়েছেন দুই ক্যারিবিয়ান ওপেনারকে। তবে নতুন বলে সুইং-মুভমেন্ট বেশ ভালোভাবেই সামলেছেন ব্রাথওয়েট আর মিকাইল লুই। প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার। দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫০ রান।

১৪-তম ওভার পর্যন্ত দেখেশুনে খেললেও ব্রাথওয়েট বিভ্রান্ত হন তাসকিনের করা সেই ওভারের তৃতীয় বলে। ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন ডানহাতি এই ব্যাটার, বল সোজা লাগে পেছনের পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার আউট দেন উইন্ডিজ ওপেনারকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি, ৩৮ বলে ৪ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক। 

বিজ্ঞাপন

ইনিংসের ১৬-তম ওভারে আবারও তাসকিনের আঘাত, তিনে নামা কেসি কার্টি ক্যাচ দেন শর্ট মিড উইকেটে থাকা তাইজুলের হাতে।  

দুই উইকেট পড়লেও লুই আগলে আছে এক প্রান্ত। তাসকিন-হাসান-শরীফুলদের করা অফস্টাম্প করিডোরের বল ছেড়ে ছেড়েই খেলেছেন। শর্ট লেংথের বলগুলোর জবাব দিয়েছেন দারুণ সব পুল শটে। তবে মধ্যাহ্ন বিরতির দুই ওভারে আগে হাসান মাহমুদের বলে ক্যাচ দিতে দিতেও বেঁচে যান লুই। শর্ট অফ লেংথের বলে পুল করতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলানোয় বল চলে যায় থার্ড ম্যান রিজিওনে। 

সারাবাংলা/জেটি

তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর