Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ-এশিয়া কাপ দুটোই জিততে চাই: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৯:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৯

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষভাগ থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের যুব এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম।

এশিয়া কাপ খেলতে আজ শনিবার (২৩ নভেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দেশ ছাড়ার আগে অধিনায়ক তামিম বলে গেলেন, আসন্ন এশিয়া কাপ এবং এরপর যুব বিশ্বকাপ দুটিই জিততে চায় তার দল।

দেশ ছাড়ার আগে আজ আনুষ্ঠানিক ফটোসেশন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তামিম বলেছেন, শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী তার দল, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারব।’

বিজ্ঞাপন

এশিয়া কাপের পর যুব বিশ্বকাপ। তামিমের প্রত্যাশা তাদের হাত ধরে আরেকটা বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। বলেছেন, ‘আমাদের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ আছেন। এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধনও অসাধারণ।’

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর