Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিভসের সেঞ্চুরি, রান পাহাড়ে চড়ে থামল উইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ০১:৪৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৩০

নয় উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

হাসান মাহমুদ দিনের শুরুটা করেছিলেন জোড়া উইকেট তুলে নিয়ে। জশুয়া ডা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলার এক ওভার পরেই আবার আলজারি জোসেফকে ফেরান ডানহাতি এই পেসার। গালিতে লাফিয়ে দারুণ এক ক্যাচ নেন জাকির। ব্যস! অ্যান্টিগায় এর পরের গল্পটা লিখেছেন জাস্টিন গ্রিভস একাই। প্রথম টেস্ট সেঞ্চুরি করে মাঠ ছেড়েছেন নায়কের বেশে। পার্শ্ব চরিত্রে ছিলেন কেমার রোচ। 

অষ্টম উইকেটে দুজনের ১৪০ রানের জুটিই ম্যাচে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। রোচ ফিরলেও গ্রিভস ছিলেন অপরাজিত। এক উইকেট বাকি থাকতেই ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। 

বিজ্ঞাপন

এর আগে সেঞ্চুরি মিস করেছেন মিকাইল লুই,পারেননি আলিক অ্যাথানজেও। দুজনই ফিরেছেন নার্ভাস নাইন্টিজে। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে চলতি অ্যান্টিগায় পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি।

ছয় নম্বরে নেমে গ্রিভস করেছেন ধ্রুপদী ঘরানার টেস্ট ব্যাটিং। ক্রিকেটের ব্যকরণ মেনে চা-বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত খেলেছেন ১৯৫ বল। পুরোটা ইনিংসেই দেখিয়ে গেছেন টেম্পারমেন্ট, দিয়ে গেছেন ধৈর্য্যের পরীক্ষা। খেলেননি তেমন কোনো আলগা শট। স্ট্রাইক রোটেশন আর ডিফেন্সিভ ব্যাটিংয়েই ছুঁয়েছেন সেঞ্চুরি। বাউন্ডারি মাত্র চারটা। 

নিজে যেমন সামলেছেন বাংলাদেশের বোলারদের, তেমনে আগলে রেখেছেন টেইলএন্ডার কেমার রোচকেও। আজ দিনের শুরুতে হাসান মাহমুদের তোপে দুই উইকেট হারানোর পর রোচকে নিয়েই বড় করেছেন ইনিংস। টেস্টে অষ্টম উইকেটে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অষ্টম উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি। অবশ্য এই জুটির পথে একটা জীবনও পেয়েছেন গ্রিভস। তাসকিন আহমেদের বল তার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার জাকের আলীর হাতে গেলেও আওয়াজ পাননি কেউই। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বল ছুঁয়ে গেছে ব্যাটের কানা। 

বিজ্ঞাপন

গ্রিভস-রোচের ২৮৯ বলের দীর্ঘ প্রতিরোধ ভাঙেন সেই হাসানই। দুর্দান্ত এক ইনসুইংয়ে উপড়ে ফেলেন রোচের স্টাম্প। ক্যারিয়ার সেরা ৪৭ রানের ইনিংস খেলেছেন রোচ, একইসাথে ক্যারিয়ারে এক ইনিংসে খেলেছেন সর্বোচ্চ ১৪৪ বল। শেষদিকে জেইডেন সিলসও চালিয়ে খেলে দলের রান নিয়ে গেছেন সাড়ে চারশোতে। 

ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট নেন হাসান, দুটি করে নেন তাসকিন ও অধিনায়ক মিরাজ। এক উইকেট গেছে তাইজুলের পকেটে।

সারাবাংলা/জেটি

টেস্ট ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর