Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকেরের ফিফটিতে ফলো-অন এড়াল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ০৩:৩১

জাকেরের ফিফটিতে ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ

ক্যারিবিয়ান পেসারদের তোপে ১৬৬ রানে ছয় উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর চোখ রাঙাচ্ছিল ফলো-অনও। সেই শংকা তাইজুল ইসলামকে নিয়ে ৬৮ রানের জুটিতে উড়িয়ে দেন জাকের আলী অনিক। ডানহাতি এই ব্যাটারের ফিফটিতে ফলো অন এড়িয়েছে বাংলাদেশ। 

আলোকস্বল্পতায় ১২ ওভার বাকি থাকতেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। ৯ উইকেটে ২৬৯ রানে তুলেছে বাংলাদেশ। উইন্ডিজের চেয়ে এখনো ১৮২ রানে পিছিয়ে আছেন মিরাজরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফলো-অনে পড়া একরকম অবধারিতই ছিল। শামার জোসেফ-আলজারি জোসেফ-কেমার রোচদের তোপে রীতিমতো কোণঠাসাই ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন জাকের-তাইজুল জুটি। দুজনের মহামূল্যবা ৬৮ রানের জুটিতে ফলো-অন থেকে রক্ষা পায় বাংলাদেশ। 

তাইজুল একা খেলেছেন ৬৩ বল। প্রতিপক্ষের পেস-বাউন্স বেশ ভালো সামলেছেন তিনি। আপার কাট-স্কয়ার কাটের মতো দারুণ শটও খেলেছেন অনায়াসে। যেখানে দলের অনেক প্রতিষ্ঠিত ব্যাটারও সুইং-মুভমেন্টের সাথে মানিয়ে নিতে হিমশিম খেয়েছেন। 

তাইজুলের দারুণ সহযোগিতায় জাকেরও করেছেন সাবলীল ব্যাটিং, বিরুদ্ধ কন্ডিশনে স্ট্রাইক রোটেট করে তুলে নিয়েছেন দ্বিতীয় টেস্ট ফিফটি। অবশ্য ফিফটি ছোঁয়ার পর ইনিংস আর বড় করতে পারেননি এই ব্যাটার। জাস্টিন গ্রিভসকে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ব্যক্তিগত ৫৩ রানে। 

এর আগে দুই উইকেটে ২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। ক্যারিবিয়ান পেসারদের সুইং-বাউন্সের সাথে মানিয়ে নিয়ে উইকেটে সেটও হয়ে যান দুজন। তবে কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে কাভেম হজের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার। 

বিজ্ঞাপন

তবে লিটন দাস উইকেটে আসার পর খানিকটা লড়াইয়ে ফেরে বাংলাদেশ। মুমিনুলের সাথে গড়েন ৬২ রানের জুটি। সাবলীল ব্যাটিং করতে থাকেন দুজনই। তবে উইকেটে থিতু হয়েও ফিরেছেন লিটন। শামার জোসেফের বল স্টাম্পে টেনে বোল্ড হয়েছেন ব্যক্তিগত ৪০ রানে। এর আগে জেইডেন সিলসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন ফিফটি ছোঁয়া মুমিনুল। রিভিউ নিয়েছিলেন ঠিকই, তবে শেষ রক্ষা হয়নি। মিরাজ ফিরেছেন আলজারি জোসেফের বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে। দিনের খেলা শেষ করেছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম অপরাজিত থেকে। 

সারাবাংলা/জেটি

জাকের আলি অনিক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর