অ্যান্টিগায় তাসকিন-শরিফুলের পেস তোপ
২৫ নভেম্বর ২০২৪ ২২:১০
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার ‘সাহস’ দেখানো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের বোলিংটা এখন পর্যন্ত বেশ ভালোই হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৩ উইকেটে ৬৩ রান তুলে টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ২৪২ রানে লিড পেয়েছেন স্বাগতিকরা। হাতে যেহেতু আরও ৭ উইকেট সেহেতু লিড আরও বড় হবে তাতে সন্দেহ নেই।
সোমবার (২৫ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে আর ব্যাটিং না করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দিন ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ সেখানেই প্রথম ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকে ১৮১ রানে।
বাংলাদেশ যে সকালে পেস বোলারদের হাতে বল তুলে দেওয়ার লক্ষ্যেই ইনিংস ঘোষণা করেছে তা সহজেই অনুমেও। এই ‘সাহস’ করে ফয়দাও পেয়েছেন সফরকারীরা। সকাল সকাল তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দলীয় ২৫ রানের মাথায় তাসকিন আহমেদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মিকাইল লুই। প্রথম ইনিংসে ৯৭ রান করা লুই রিভিউ নিলেও বাঁচতে পারেননি, ফিরেছেন ৮ রান করে। খানিক বাদে কিসি কার্টিসকেও ফেরান তাসকিন। বাংলাদেশি পেসারের খোঁচা দিতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন কার্টিস।
দলীয় ৩৯ রানের মাথায় ক্যারিবিয়ান শিবিরে শরিফুলের আঘাত। ২৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে স্লিপে ক্যাচ বানিয়েছেন শরিফুল। পরপর তিন উইকেট হারানোর পর অ্যালিজ আথানেজ (১৬*) ও কাভেম হজ (১০*) মিলে ওয়েস্ট ইন্ডিজকে টানছেন ভালোভাবেই। প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগে দুজনের অপরাজিত ছিল ২২ রানে।
সারাবাংলা/এসএইচএস