Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল পাওয়া দূর, নিলামে নামই উঠল না ১০ বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২৩:৪০

আইপিএলের মেগা নিলামে দল পাননি বাংলাদেশের কেউ

আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান-সহ মোট ১২ বাংলাদেশী ক্রিকেটার। দেশের ক্রিকেটপ্রেমীদের আশা ছিল, কেউ না কেউ অন্তত দল পাবেন। কিন্তু সেই আশায় গুড়ে বালি। দল পাওয়া তো দূরাশা, দ্বিতীয় দিন নিলামেই তোলা হয়নি দশ বাংলাদেশি ক্রিকেটারকে। নিলাম সঞ্চালক মল্লিকা সাগর নাম তুলেছেন কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। কিন্তু কেউই তাদের কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। 

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে এক্সিলারেটেড রাউন্ডের নিলামে তোলা হয় ক্রিকেটারদের। সেই রাউন্ডে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে উঠানো হয় মোস্তাফিজের নাম। কিন্তু বাঁহাতি এই পেসার থেকে গেলেন অবিক্রিত। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের মোস্তাফিজের জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি,  তার গত আসরের দল চেন্নাই সুপার কিংসও ছিল নীরব। 

একই রাউন্ডে  দ্বিতীয় ও শেষ বাংলাদেশি হিসেবে নিলামে নাম উঠেছিল রিশাদ হোসেনের। ৭৫ লাখ ভিত্তি মূল্যের এই লেগ স্পিনারও নজর কাড়তে পারেননি কোনো ফ্র্যাঞ্চাইজির। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সে ডাক পাওয়া ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের এই তরুণ ক্রিকেটারও রয়ে গেলেন অবিক্রিত। 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার আইপিএল জেতা সাকিব আল হাসানের নামই উঠানো হয়নি মেগা নিলামের দ্বিতীয় দিন। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মোট ৯ মৌসুমে সাকিব খেলেছেন কলকাতা আর সানরাইজার্স হায়দরবাদের জার্সি মিলিয়ে। চূড়ান্ত তালিকায় সাকিবের পরই ছিল মেহেদী হাসান মিরাজের নাম। কিন্তু তিনিও ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ জাগাতে। এই দুজনের সাথে পেসার তাসকিন আহমেদেরও ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। নিলামে উঠেনি বাংলাদেশের আরো দুই ব্যাটার লিটন দাস, তাওহিদ হৃদয়ের নামও। 

বাংলাদেশি ক্রিকেটারদের কার ভিত্তিমূল্য কত ছিল? 

২ কোটি রুপি: মোস্তাফিজুর রহমান

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ 

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল নিলাম মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর