ব্যাটিং ব্যর্থতার পরেও আশাবাদী জ্যোতি
২৬ নভেম্বর ২০২৪ ১৬:০৬
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সাদা বলের ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সমার্থক হয়ে উঠেছে। হতশ্রী ব্যাটিংয়ে লড়াই করার রসদটাও বোলারদের দিতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা; বেশিরভাগ ম্যাচেই দেখা যায় এমন চিত্র। অন্তত এই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা তিন ওয়ানডের স্কোরকার্ড দিচ্ছে সেই সাক্ষ্য। মিরপুরে খেলা তিন ম্যাচের একটিতেও বাংলাদেশের দলীয় সংগ্রহ একশো পেরোয়নি।
তবে এই ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়েই আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ভালো করতে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে ঘরের মাঠের চেনা কন্ডিশন আর প্রস্তুতি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা ও সিলেট মিলিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে এই সিরিজের তিনটি ম্যাচই জিততে হবে জ্যোতিদের।
তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তারা। আজ (২৬ নভেম্বর, মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজে ভালো করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা নিয়ে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’
ব্যাটিং ব্যর্থতা নিয়ে বেশ লম্বা উত্তরই দিলেন জ্যোতি। নিয়মিত ওয়ানডে খেলা সিনিয়র ক্রিকেটারদের ব্যাটেই ভরসা খুঁজেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের এমন কিছু ক্রিকেটার আছে ওয়ানডে নিয়মিত খেলে, ধারাবাহিক যারা। নাম উল্লেখ করতে হবে ফারজানা হক পিংকির ওয়ানডে রেকর্ড খুবই ভালো। মুর্শিদা খাতুনও অনেক ভালো ওয়ানডে খেলছে। সিনিয়র ক্রিকেটার আছেন শারমিন আক্তার সুপ্তা, তাকে নেওয়া হয়েছে। এই সংস্করণে আমাদের যে ব্যাটিং আছে, একটু সময় নিয়ে ব্যাটিংটা করলে… যেহেতু ব্যাটিংটাই বেশি সমস্যা দেখা যায়, তাই এখানে তো সময় নিলে খুব বেশি সমস্যা নেই।’
প্রায় আট মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশের মেয়েরা। মার্চে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। সেই ঘাটতি পোষাতে কী প্রক্রিয়ায় প্রস্তুতি সেরেছে দল? উত্তরে জ্যোতি বলেন, ‘ব্যাটিংটার প্রস্তুতির জন্য আমি বলব যে, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে কম-বেশি দল বাছাইয়ের দিকে মনোযোগ ছিল। যে কারণে প্রতিটা ক্রিকেটার নিজের জায়গা থেকে সেরাটা খেলার চেষ্টা করেছে। ওইভাবেই দল ঠিক করা হয়েছে। লম্বা সময় পর ওয়ানডে খেলা। ঘরের মাঠের কন্ডিশনে আমাদের যেসব ক্রিকেটাররা ধারাবাহিক রান করে, তারা সেসব (প্রস্তুতি) ম্যাচগুলোতে ভালো খেলেছে। তাই আমি দল নিয়ে আত্মবিশ্বাসী।’
সারাবাংলা/জেটি