ইতিহাস গড়তে বরিশাল বিভাগের বিপক্ষে আজ ম্যাচের শেষ দিনে ১০৫ রান লাগত সিলেট বিভাগের। কিন্তু মাত্র ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারালে শঙ্কা জেগেছিল। অমিত হাসান ও নাসুম আহমেদের দারুণ এক জুটিতে সেই শঙ্কা কাটিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে সিলেট। বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। যাতে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জয়ের ইতিহাস গড়ল সিলেট বিভাগ।
এনসিএল এখনো এক ম্যাচ বাকি। তবে সেই ম্যাচ হারলেও শিরোপা নিশ্চিত সিলেটের। ৬ ম্যাচে চারটিতে জয় ও দুটিতে ড্র করা সিলেটের পয়েন্ট এখন ৩৭। অপর দিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ঢাকা বিভাগের পয়েন্ট ২৫। দুটি জয়ের বিপরীতে তাদের ড্র চার ম্যাচে। অর্থাৎ সিলেট তাদের শেষ ম্যাচ হারলেও ঢাকা টপকাতে পারবেন না সিলেটকে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের সুবাস নিয়েই দিন শুরু করেছিল সিলেট বিভাগ। কিন্তু সকালে মাঠে নামতেই যেন খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা! দিনের চতুর্থ বলেই শূন্য রানে ফেরেন তৌফিক খান তুষার। রুয়েল মিয়ার বলে তৌফিক যখন ফিরলেন সিলেটের সংগ্রাহ তখন মাত্র ১ রান। দলীয় ৭ রানের মাথায় ফিরেছেন মুবিন আহমেদ দিশানও। সেই রুয়েল মিয়ার বলেই শূণ্য রানেই ফিরেছেন মুবিন।
এরপর পিনাক ঘোষ ৩০ বলে ১৮ রান করে সোহাগ গাজীর বলে ফিরলে বিপদেই পরে গিয়েছিল সিলেট। সেখান থেকে হাল ধরলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসান। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নাসুম আহমেদ।
দল জয় থেকে ১ রান দূরে থাকার সময় ৫২ বলে পাঁচটি চার, একটি ছয়ে ৪৪ রান করে ফিরেছেন নাসুম। অমিত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৯ বলে ৩৮ রান করে।