Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরতে চাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ০৯:২৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১২:১৪

দিন যাচ্ছে মাঠের ক্রিকেটে বাংলাদেশের দূর্দশা শুধু লম্বাই হচ্ছে। সম্প্রতি সময়ে পাকিস্তান সফর ছাড়া বলার মতো কোনো অর্জন নেই বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টটাও বাজেভাবে হারল বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়কও কথা বললেন পূর্বসূরীদের সুরেই। ম্যাচ শেষে মিরাজ বলেছেন, আমরা ভুল শুধরে নিবো। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।

বিজ্ঞাপন

বরাবরের মতো এই ম্যাচেও ব্যাটিংয়েই পিছিয়ে পরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৯ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৩২ রানেই। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলছিলেন, ‘আমরা পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই। আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের শক্ত হয়ে ফেরা প্রয়োজন। নিজেদের মধ্যে আমরা কথা বলব।’

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২৬১ রানে ৭ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেও শেষ পর্যন্ত ৪৫০ রানে গিয়ে ঠেকেছে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেট জুটিতে ১৪০ রান তোলেন ক্যারিবিয়ানরা। এই জুটিটাও হারের বড় কারণ, বলছেন মিরাজ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা সত্যিই ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট পেয়েছে, কিন্তু ৭ উইকেট পড়ে যাওয়ার পর (প্রথম ইনিংসে) তারা জুটি গড়েছে। ম্যাচটা আমরা সেখানেই হেরে গেছি।’

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ওই সপ্তম উইকেট জুটিটা বাদ দিলে বাংলাদেশি বোলাররা বেশ ভালো বোলিংই করেছেন। দ্বিতীয় টেস্টের আগে সেটাই আশা দেখাচ্ছে মিরাজকে। বলেছেন, ‘আমাদের পেস আক্রমণ আছে—তাসকিন, হাসান ভালো বোলিং করেছে। তাইজুলও প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে। আমি তাদের পারফরম্যান্সে সত্যিই খুব সন্তুষ্ট।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর