Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিন জাদুতে রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৫:৫৪

বড় জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা

তৃতীয় ওভারেই ধাক্কাটা দিয়েছিলেন মারুফা আক্তার। টানা দুই বলে উইকেট নিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। ডানহাতি এই পেসারের শুরুর সেই স্পেলে ভর করেই আইরিশদের আরো চেপে ধরে বাংলাদেশ। সুলতানা খাতুন-নাহিদা আক্তারের স্পিন জাদুতে রানের ব্যবধানে নিজেদের ইতিহাসের রেকর্ড ১৫৪ রানের জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। গুটিয়ে গেছে মাত্র ৯৮ রানে। 

মিরপুরে ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড আজ শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩৯ রানের ব্যবধানে। অফ স্পিনার সুলতানা, বাঁহাতি স্পিনার নাহিদা; দুজনই নেন তিনটি করে উইকেট। এর আগে রান তাড়ায় নেমে শুরুতেই মারুফার তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। মারুফার ইনসুইংগার সোজা লাগে অধিনায়ক গ্যাবি লুইসর প্যাডে। জোরালো আবেদনে আম্পায়ার আঙ্গুল তুলে দিলে বাংলাদেশ পায় প্রথম সাফল্য। তিনে নামা অ্যামি হান্টারকেও এক বলের বেশি টিকতে দেননি মারুফা। নিজের খেলা প্রথম বলেই উইকেটের পেছনে নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দেন তিনি। এরপরের গল্পটা লিখেছেন স্পিনাররা। 

বিজ্ঞাপন

আজ আইরিশ ব্যাটারদের কোনো জুটিই গড়তে দেননি বাংলাদেশী স্পিনাররা। ওরলা প্রেন্ডারগেস্ট ফিরে গেছেন নাহিদার বলে রাবেয়ার হাতে ক্যাচ দিয়ে। নাহিদার বাকি দুই শিকার লরা ডিলানি ও ফ্রেয়া সার্জেন্ট। বদলি ফিল্ডার হিসেবে নাহিদার বলে মিড অনে ডিলানির ক্যাচ ধরেন জাহানারা। সার্জেন্ট ফিরেছেন স্পিন জাদুতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরে। 

 ২৫ তম ওভারের তৃতীয় বলে উনা রেমন্ডহয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরেক স্পিনার সুলতানা। এক বল পরেই অ্যাভা কানিংকে করেন বোল্ড। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে জয়সূচক শেষ উইকেট আর্লেন কেলিকেও ফিরিয়েছেন তিনিই। 

বিজ্ঞাপন

স্পিন দাপটের দিনে উইকেট শূন্য ছিলেন রাবেয়া। চার ওভার বল করেও আজ উইকেট পাননি। তবে  দুটো রান আউট হয়েছে তার বলেই, স্বর্ণা আক্তারের থ্রো থেকে। ১৮ তম ওভারে এই জুটির প্রথম শিকার ওপেনার সারা ফোর্বস। দুই ওভার পর লিয়াহ পলও ফিরে যান রানের খাতা খোলার আগেই।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ২৫২ রান করে বাংলাদেশ। এই রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ১৬ মাস পর ওয়ানডেত ফেরা শারমিন সুপ্তা। ৯৬ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। যদিও তিনে নেমে সুপ্তা শুরু থেকেই করেন আগ্রাসী ব্যাটিং। উইকেটের চারপাশে অনবদ্য স্ট্রোকপ্লেতে ছড়িই ঘুরিয়েছেন আইরিশ বোলারদের ওপর। ৪১ বলে করেছেন বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি,।

দুই প্রান্তে ফারজানা আর সুপ্তার দুই মেরুর ব্যাটিং করলেও দলের রানের চাকা ছিল সচল। তৃতীয় উইকেটে দুজন ১০৩ বলে গড়েন ১০৪ রানের জুটি। ১১-তম ফিফটি ছুঁয়ে পিংকি বিদায় নিলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথেও গড়েন ৬১ রানের জুটি। সার্জেন্টের প্রথম শিকার হয়ে জ্যোতি ফেরার পরেও অন্য প্রান্তে অটল ছিলেন সুপ্তা। তবে ৪৯-তম ওভারের শেষ বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরার আগে খানিকটা ধীরগতিতেই ব্যাট করেছেন তিনি। যদিও ৭৭ রানে স্কয়ার কাট খেলতে গিয়ে পয়েন্টে জীবন পেয়েছেন তিনি। ৮৬ থেকে ৯০-এর ঘরে গিয়েছিলেন লং অন দিয়ে একটা চার মেরে।

তবে লম্বা সময় ব্যাটিংয়ের ক্লান্তিও পেয়ে বসে তাকে। টানা দুটো ডাবল নেয়ার পর বেশ সময় নিয়েই খেলেছেন শেষ দুটো বল। ফ্রেয়া সার্জেন্টের ফুল লেংথের ঝুলিয়ে দেয়া বলে খেলা শটেও পড়েছে এর প্রভাব, ধরা পড়েছেন লং অফে আর্লেন কেলির হাতে। ৮৯ বলে ১৪ চারের মারে সুপ্তা শেষ করেছেন ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলে। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

শীতে মধু ঘটবে যাদু
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩২

আরো

সম্পর্কিত খবর