Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেন শিবিরে স্বস্তি, অনুশীলনে কারভাহাল


১২ জুন ২০১৮ ১৮:১২ | আপডেট: ১২ জুন ২০১৮ ১৮:২০

।।সারাবাংলা ডেস্ক।।

স্পেন ফুটবল দলের অনুশীলনে ফিরেছেন সবশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট পাওয়া রিয়াল মাদ্রিদ তারকা দানি কারভাহাল। দলে স্বস্তি ফিরলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে এই রাইটব্যাকের খেলা নিয়ে শঙ্কা এখনও কাটেনি।

মঙ্গলবার (১২ জুন) স্পেনের সকালের অনুশীলনে যোগ দিয়ে পুরো সেশন ছিলেন এই স্প্যানিশ ফুটবলার।

কারভাহালের প্রত্যাবর্তনে খুবই সতর্ক দলের মেডিকেল স্টাফরা। শুক্রবার পর্তুগালের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে এই রাইট ব্যাক নিয়ে অনিশ্চিত তারা।

অনুশীলনে দলের কোচ জুলেন লোগেতেগিকে জেরার্ড পিকের সঙ্গে তিন মিনিট আলাদাভাবে কথা বলতে দেখা গেছে।

চোট থেকে ফেরা কারভাহালকে কোচ প্রথম ম্যাচেই মাঠে নামাবে কিনা শঙ্কার বিষয়। তবে, দলে তার ফেরা লা রোজাদের স্বস্তি নিয়ে এসেছে তা বলাই যায়।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর