Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে আজ যত রেকর্ড গড়লেন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২১:০৬

মাঠের ক্রিকেটে পুরুষ ক্রিকেটের মতো বাংলাদেশ নারী দলের পারফরম্যান্সও ভালো যাচ্ছিল না। বিশেষ করে ব্যাটিংয়ে বারবার ভুগছিল নারী দল। আজ যেন সব আক্ষেপ উসুল হয়ে করে দিল নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্মরণীয় পারফম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট-বল দুই বিভাগের দাপট দেখিয়েছে বাংলাদেশ। যাতে বড় জয়ের সঙ্গে রেকর্ডের ফুলঝুড়িও সাজিয়েছেন স্বাগতিকরা। চলুন রেকর্ডগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক-

বিজ্ঞাপন

প্রায় দেড় বছর পর দলে ফেরা শারমিন আক্তার সুপ্তা ৯৬ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। ফারজানা হক করেছেন ৬১ রান। যাতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এটা। আগের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০২৩ সালে মিরপুরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রান তুলেছিল বাংলাদেশ।

শারমিন আক্তার সুপ্তা মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও রেকর্ড গড়েছেন তিনি। ৮৯ বলে ১৪টি চারের সাহায্যে ৯৪ রান করার পথে ৪১ বলে হাফ সেঞ্চরি পূর্ণ করেছেন শারমিন। নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করেছিলেন রুমানা।

নিজেরা ২৫২ রান তোলা বাংলাদেশ পরে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছে মাত্র ৯৮ রানে। যাতে ১৫৪ রানে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। মেয়েদের ক্রিকেটে ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জয় এটা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। এতোদিন ওয়ানডেতে এটাই ছিল বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর