Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের বার ঠিকই চার মারবেন আরিফুল


১২ জুন ২০১৮ ১৮:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকাঃ ওই ম্যাচটা হয়তো ভুলতে অনেক দিন সময় লাগবে আরিফুল হকের। টি-টোয়েন্টিতে এর আগে নেমেও নামলেও খুব বেশি কিছু করার সুযোগ হয়নি। তবে আফগানিস্তানের সঙ্গে দেরাদুনের শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভারে নেমেই সুযোগ ছিল নায়ক হওয়ার। কিন্তু রশিদ খানের বলটা একটুর জন্য চার মারতে পারলেন না, বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেল ১ রানে। কীভাবে সেটা চার বা ছয় হলো না  , এখনো বিশ্বাস করতে পারছেন না আরিফুল।

রশিদ খানের ওই ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৯ রান। আগের ওভারেই পাঁচটি চার মেরেছিলেন মুশফিক, বাংলাদেশের দিকেই পাল্লা ভারি ছিল বেশি। কিন্তু রশিদ একাই ওলটপালট করে দিলেন সবকিছু। আজ মিরপুরে আরিফুল বলেছেন, ক্রিজে নামার সময়ও তাঁর বিশ্বাস ছিল জেতাতে পারবেন, ‘সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল আমি জেতাতে পারব। শেষ বলটা যখন জীবন মরণ হয়ে গেল তখন আমাকে চার মারতেই হতো। রিয়াদ ভাই আমাকে বলেছিল কিছু না ভেবেই বলটা মারতে। আমি সেটা করেছিলামও, কিন্তু ভাগ্য আমার সপক্ষে ছিল না। আসলে অনেক সময়ই ক্রিকেট ম্যাচ একটা ভাগ্যেরও ব্যাপার। ওর হাতে লেগে ওটা ছয়ও হতে পারত। হতে পারত চারও। কিন্তু কিছুই হয়নি। ’

‘জাতীয় দলের হয়ে আমি তিনটি টি-টোয়েন্টি খেলেছি। ম্যাচটা জিততে পারলে আমার জন্য সেটা হতো অনেক দিন মনে রাখার মতো একটা মুহূর্ত। কিন্তু ভাগ্য খারাপ, সেটা করতে পারিনি। ম্যাচ শেষের পর ইউটিউবে আমি ভিডিওটা অনেক বার দেখেছি। বুঝতে পারছিলাম, কত বড় সুযোগ হারিয়েছি।’

তাহলে কি শেষ ওভারে রশিদ খান নামটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? আরিফুলও তা স্বীকার করে নিলেন, ‘আমার মনে হয় আমরা রশিদের নামটা ভেবেই খেলতে গিয়েছিলাম। আমরা যদি বল প্রতি বল ভাবতাম তাহলে অন্যরকম কিছু হতে পারত। আসলে সময় যখন পক্ষে থাকে তখন সবকিছুই হয়। ও এখন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে। মুরালি, নারাইন, মেন্ডিসদের মতো ও এখন নিজের সেরা ফর্মে আছে। তবে ওকে বেশি করে খেলতে পারলে মুখোমুখি হওয়া খুব বড় সমস্যা হবে না। ’

তবে আরিফুল আশাবাদী, খেলতে খেলতেই আত্মবিশ্বাস চলে আসবে, ‘আমার মনে হয় ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলে অনেক কিছুই সম্ভব। আপনি বুঝতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে খেলার মতো উপযোগী কি না। আমি এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, যেখানে আমি ব্যাট করার খুব একটা সুযোগ পাইনি। একটা ম্যাচে আমি নটআউট ছিলাম, সর্বশেষ ম্যাচেও তাই। এখন আমার মনে হচ্ছে পরের বার আমি পারব। এটা আমার পক্ষে সম্ভব।’

সারাবাংলা/ এএম

 

 


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর