Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবার ব্রাজিলের বিশ্বকাপ নেয়ার সময় এসেছে’


১২ জুন ২০১৮ ১৯:০৩ | আপডেট: ১৩ জুন ২০১৮ ১০:৪৬

।।সারাবাংলা ডেস্ক।।

১৬ বছর কেটে গেছে। সেই ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। মাঝে তিন বিশ্বকাপে খালি হাতে ফেরত আসা সেলেসাওরা আবার আশার বুক বেঁধেছে দলকে নিয়ে। এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষার প্রহরটা এবারই শেষ হতে চলেছে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডো নাজারিও।

ব্রাজিলের সবশেষ বিশ্বকাপটা তার হাত ধরেই এসেছে। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপানের সেই বিশ্বকাপে এই ফেনোমেননের গোলে সেলেসাওরা সবশেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।

যাই হোক, এবারের বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি, আবার বিশ্বকাপ জেতার সময় এসে গেছে ব্রাজিলের। আমি মনে করি, জার্মানিও এই বিশ্বকাপের ফেভারিট দল। তারা সবসময় শক্তিশালী দল। স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্সও কিছু ঘটাতে পারে।

‘আমি আশা করি বিশ্বকাপের আগে ব্রাজিল তাদের সেরাটাই করেছে। ট্রফিটাও ঘরে তারাই নিয়ে আসবে।’ রোনাল্ডো যোগ করেন।

এবার ডি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ডের, ২২ জুন কোস্টারিকা ও ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-কুতিনহোরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর