Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ট্রফির বদলে একটা বিশ্বকাপ চান মদ্রিচ


১২ জুন ২০১৮ ১৯:৪৯ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।সারাবাংলা ডেস্ক।।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতা হয়ে গেছে তার। বিশ্বকাপের সামনে জানিয়ে দিলেন এসব ট্রফি ছেড়ে দিতে রাজী আছেন তিনি। তবে, বদৌলতে একটা বিশ্বকাপ চাই।

এই আকুতি ক্রোয়েশিয়ার ৩২ বছর বয়সী মধ্যভাগের ফুটবলার লুকা মদ্রিচের। এর আগে এমন কথা বার্সার আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি বলেছিলেন।

সব ট্রফি ছেড়ে দিতে রাজী মাদ্রিদের ভরসা মদ্রিচ।

তার কারণও আছে। এবারের ক্রোয়েশিয়া যে কোনও দলকে হারানোর সামর্থ রাখে। এই দলে যে রিয়ালের কোভাচ্চি, বার্সেলোনার রাকিটিচ, জুভেন্টাসের মানজুকিচ ও ইন্টারের পেরেসিচের মতো বিশ্বমানের খেলোয়াড় মজুদ আছে।

বিজ্ঞাপন

তাদের নিয়েই বিশ্বকাপ দেখার স্বপ্নটা তাই উঁকি দিতে পারে মদ্রিচের, যদি এটা সম্ভব হতো, তাহলে আমি তাই করতাম। আন্তর্জাতিক ফুটবল বা বিশ্বকাপ অন্যরকম, একটু বিশেষকিছুই।’

২০১২ সালে লস ব্লাঙ্কোচে যোগ দেয়ার পর লা লিগা, কোপা দেলরে, দুটি সুপার কোপা, চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং তিনটি উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে মদ্রিচের।

ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্বকাপের মঞ্চ জয় করতে চান মদ্রিচ, আমি সব ট্রফি দিয়ে দিতে চাই, পরিবর্তে রাশিয়া থেকে বিশ্বকাপটা নিয়ে আসতে চাই।

এবার কঠিন গ্রুপেই পড়েছে মদ্রিচ-মানজুকিচরা। ১৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ। ২১জুন আর্জেন্টিনা ও ছয়দিন পর আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ ডি’র শেষ ম্যাচটি খেলবে মদ্রিচের দল।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর