Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের থেকে ২০১৮’র নেইমার বেশি ভালো


২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৬

সারাবাংলা ডেস্ক

দেশকে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতাতে নিজেকে আরও পরিণত হিসেবেই দেখছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। নিজ দেশে গতবার শিরোপা জিততে না পারার দুঃখ ঘুঁচবে রাশিয়ায়-এমনটি বিশ্বাস নেইমারের। আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দল নিয়ে কথা বলতে গিয়ে এমনটি জানান পিএসজির সুপারস্টার।

গতবার ঘরের মাঠে মেগা এই ইভেন্টে চার গোল করেছিলেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় তার। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে মঞ্চ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ব্রাজিল বিশ্বকাপের নেইমার আর রাশিয়া বিশ্বকাপের নেইমার-দুই নেইমারের মধ্যে পার্থক্য কেমন হবে?

উত্তর দিতে গিয়ে নেইমার জানান, ‘আসলে দুই নেইমারের পার্থক্য বের করা কঠিন কাজ। কিন্তু আমি মনে করি আগেরবারের থেকে এবার আমি আরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন, আরও বেশি পরিণত। আগের বিশ্বকাপে আমরা বাজেভাবে হেরেছি আর এবার আমরা দুর্দান্তভাবে ফিরছি। আমি আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছি। সেদিক দিয়ে বলা যায়, ২০১৪’র নেইমারের থেকে ২০১৮’র নেইমার বেশি ভালো।’

রাশিয়া বিশ্বকাপে ফেভারিট কারা? নেইমারের উত্তর, ‘আমার মনে হয় রাশিয়ায় অনেক ফেভারিট দল আছে। তাদের মধ্যে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন আর আর্জেন্টিনাকে উপরের দিকে রাখতে হবে। বেলজিয়াম দুর্দান্ত একটি দল। তারা শিরোপা জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাশিয়া বিশ্বকাপে মিশরের মোহাম্মদ সালাহকে গেম চেঞ্জার হিসেবে দেখা যেতে পারে।

সাম্বার দেশ ব্রাজিলকে এবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপে দেখা যাবে। গ্রুপপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া, কোস্টারিকা আর সুইজারল্যান্ড। গ্রুপপর্ব নিয়ে কি ভাবছেন নেইমার? ব্রাজিল তারকার উত্তর, ‘দেখুন বিশ্বকাপে কিন্তু বিশ্বের সেরা দলগুলোই খেলতে সুযোগ পায়। এখানে পছন্দ মতো দল পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আর এ জন্যই তো এটার নাম বিশ্বকাপ, তাই নয় কি? আমি মনে করি গ্রুপপর্বে আমাদের সব ম্যাচেই বড় ম্যাচ, কঠিন ম্যাচ।

বিজ্ঞাপন

১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ২২ জুন নেইমারদের প্রতিপক্ষ কোস্টারিকা। আর গ্রুপপর্বে নিজেদের তৃতীয় বা শেষ ম্যাচে ব্রাজিলকে লড়তে হবে ২৭ জুন, সার্বিয়ার বিপক্ষে।

সারাবাংলা/এমআরপি/২১ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর