মেসি-আগুয়েরোর রুম: ‘বিরক্ত করো না, হিরোরা বিশ্রামে’
১২ জুন ২০১৮ ২০:৩২ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৩:০১
।।সারাবাংলা ডেস্ক।।
৩২ বছর বিশ্বকাপের খরায় আর্জেন্টিনা। লিওনেল মেসির-ডি মারিয়াদের কাঁধে আরেকটি বিশ্বকাপের ভার। তাইতো রাশিয়ায় আলবিসেলেস্তেদের অনুশীলন মাঠ, জিম, বিশ্রামের ঘরসহ খুটিনাটি নজরে রেখেছে আয়োজক দেশ।
আর্জেন্টিনার আক্রমণভাগের যুগল লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর আরও আলো ছড়াবে এমন আশায় এবারও হোটেলে একই কক্ষে রাখা হয়েছে এই দু’জনকে।
আর রুমের দরজায় সেঁটে দেয়া হয়েছে, ‘বিরক্ত করো না, হিরোরা বিশ্রামে’।
আসলে বিশ্বকাপ ঘিরে মস্কোর প্রায় ৬০ কিলোমিটার অদূরে আর্জেন্টিনার জন্য বিশেষভাবে জিম-সুইমিংপুল, খেলার মাঠ, ইনডোর পুল, স্ক্রিন্স ও ফটোগ্রাফ্সগুলো সাজানো হয়েছে বিভিন্ন অনুপ্রেরণামূলক স্লোগানে। যাতে করে মেসিরা নিজের বাসা মনে করেন।
এবার গ্রুপ ডি’তে পড়েছে আলবিসিলেস্তেরা। ১৬ জুন আইসল্যান্ডে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২১জুন ক্রোয়েশিয়া ও ২৬ জুন নাইজেরিয়ার সঙ্গে নামবে মেসিরা।
সারাবাংলা/জেএইচ