Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতিনহোর জন্মদিনে অন্যরকম উদযাপন


১২ জুন ২০১৮ ২০:৫৫ | আপডেট: ১২ জুন ২০১৮ ২০:৫৬

।। সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বকাপ মাতিয়ে তুলতে এরই মধ্যে রাশিয়ায় পৌঁছেছে ব্রাজিল দল। মিশন শুরুর আগে তিতের ছাত্ররা এরই মধ্যে শুরু করেছে অনুশীলনও। মঙ্গলবার (১২ জুন) ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ কুতিনহোর ২৬তম জন্মদিন, তাই ‘বার্থডে বয়’ কে অন্যরকম এক জন্মদিন উপহার দিলেন সতীর্থরা।

অনুশীলন করছিলেন ব্রাজিল খেলোয়াড়রা। সবার মতো মাঠে ছিলেন কুতিনহো। একপর্যায়ে মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। ঠিক সেই সময়কেই টার্গেট করলেন ব্রাজিল তারকা নেইমার। পেছন থেকে হাতে ডিম নিয়ে এসে কুতিনহোর মাথায় ফাটালেন। এরপর উইলিয়ান, জেসুস এবং মার্সেলোসহ দলের অন্যান্য সতীর্থরা এসে যোগ দিলেন সেই উদযাপনে।

আগামী রোববার (১৭ জুন) সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর