আইসিসিতে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন জয় শাহ
১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জয় শাহ। আজ (০১ ডিসেম্বর, ২০২৪) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন এই ভারতীয় ক্রীড়া প্রশাসক। আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হয়েছেন জয় শাহ। তার আগে এই পদে দায়িত্ব পালন করেছেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মানোহার।
এক বিবৃতিতে জয় শাহকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে আইসিসি। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন তিনি। এই পদে তার বিপক্ষে নির্বাচনে লড়তে চাননি আর কেউ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হয়নি।
চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জয় জানান, ২০২৮ সালে অনুষ্ঠেয় লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও মেয়েদের ক্রিকেটের প্রসারের দিকেই মনোযোগ দিবেন তিনি। জয় বলেন ‘ আইসিসির চেয়ারম্যানের পদে দায়িত্ব নিয়ে আমি গর্বিত। আইসিসির কর্মকর্তাদের কাছেও কৃতজ্ঞ আমাকে ভরসা করার জন্য। সামনে ক্রিকেটের জন্য দারুণ একটা সময় আসতে চলেছে, কারণ ২০২৮ অলিম্পিকের জন্য আমরা তৈরি হচ্ছি। এর সাথে সব ফরম্যাটের জনপ্রিয়তা বাড়ানোর সাথে মেয়েদের ক্রিকেটের প্রসারও আমাদের বড় চ্যালেঞ্জ।’
মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্বের শুরুতেই জয়ের সামনে মূল চ্যালেঞ্জ আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব নিরসন। পূর্ব নির্ধারিত আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতায় ২০০৮ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত। সেই জেরেই পাকিস্তানে খেলতে রাজি হয়নি বিসিসিআই। এমনকি দেশটির সর্বোচ্চ আদালত থেকেও পাকিস্তান সফরে না যাওয়ার নির্দেশনা পেয়েছে ভারতীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা।
চ্যাম্পিয়নস ট্রফি্তে ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসির সর্বশেষ বৈঠক ১৫ মিনিটের বেশি টেকেনি। ভারত-পাকিস্তান দুই দেশই নিজেদের অবস্থানে ছিল অটল। ভারত চায় হাইব্রিড মডেল, পাকিস্তান জুড়ে দিয়েছে দুটি শর্ত। এই সঙ্কট আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ কীভাবে সমাধান করেন, সেটাই এখন বড় প্রশ্ন।
সারাবাংলা/জেটি