আফগানিস্তান বিদায়, সেমিফাইনালে বাংলাদেশ
১ ডিসেম্বর ২০২৪ ২০:০৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ২২:২৮
আসল কাজটা করে রেখেছিলেন বোলাররা। পরে শুরুতে উইকেট হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জাওয়াদ আবরারকে নিয়ে আজও হাল ধরলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দুই মিলিয়ে যুব এশিয়া কাপে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
দুদিন আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এদিকে, ‘বি’ গ্রুপে দিনের অপর ম্যাচে আফগানদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো আফগান অনূর্ধ্ব-১৯ দলের।
এবারের যুব এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রোববার (১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করতে নেমে নেপালকে ১৪১ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলটির ওপেনার আকাশ ত্রিপাথি ৭৭ বলে করেছেন ৪৩ রান, সেটাই দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আল-ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।
ছোট সংগ্রহের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ওপেনার কামাল সিদ্দিকিকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় উইকেটে ৯০ রানের শক্ত একটা জুটি গড়ে জয় সেখানেই অনেকটা নিশ্চিত করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার। তবে জয়ের জন্য তারপরের ৫১ রান তুলতে দৃষ্টিকটুভাবে আরও ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ!
শেষ পর্যন্ত ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪২ রান তুলে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করা আজিজুল হাকিম আজ ২ চার ৩ ছয়ে ৫২ রান করে অপরাজিত ছিলেন। ওপেনার জাওয়াদ আবরার ৫ চার ৪ ছয়ে ৫৯ রান করে আউট হয়েছেন।
সারাবাংলা/এসএইচএস