ফের ব্যাটিং দুর্দশা, ১৬৪ রানে অলআউট বাংলাদেশ
২ ডিসেম্বর ২০২৪ ০১:৩৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২০
ম্যাচ আসে, ম্যাচ যায় কিন্তু বাংলাদেশ ব্যাটিং একই জায়গায়! ব্যাটিংয়ের দুর্দশা আর কাটছে না বাংলাদেশি ব্যাটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টেও তার পূনরাবৃত্তি! জ্যামাইকা টেস্টের প্রথম দিনে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
২ উইকেটে ৬৬ রান নিয়ে গতকাল বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষ করা বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারায় ৪ উইকেট। তখনই ব্যাটিং লাইনআপের লেজ বেরিয়ে পরেছিল। মধ্যাহ্ন বিরতির পর ক্যারিবিয়ান পেসের সামনে যেন পাত্তাই পেল না বাংলাদেশের লোয়ার অর্ডার। টপাটপ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে গেল ১৬৪ রানেই। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে জেইডেন সিলস ৪টি, শামার জোসেফ ৩টি ও রেমার রোচ ২টি উইকেট নিয়েছেন।
জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। আজ রোববার (১ ডিসেম্বর) ২ উইকেটে ৬৬ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় দিন শুরু করে বেশ ভালোই এগুচ্ছিল। তরুণ শাহাদাত হোসেন দিপু মাটি কামড়ে ক্যারিবিয়ান পেস সামলাচ্ছিলেন। সাদমান ইসলামও বেশ দেখেশুনে এগুচ্ছিলেন।
কিন্তু শামার জোসেফ আক্রমণে আসতেই যেন যাওয়া-আসার মিছিলে নেমে পরলেন বাংলাদেশি ব্যাটাররা। লাইন মিস করে হুট করেই বোল্ড হয়ে যান দারুণ খেলতে থাকা তরুণ শাহাদাত হোসেন দিপু। ফেরার আগে তরুণ ব্যাটার ৮৯ বলে করেছেন ২২ রান।
লিটন দাস ফিরেছেন পরের ওভারেই। সম্প্রতি সময়ে ছন্দহীন লিটন জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। ৬ বলে ১ রান করে ফিরেছেন লিটন। আগের টেস্টের দুই ইনিংসেই বলার মতো ব্যাটিং করা জাকের আলী অনিকও আজ ব্যর্থ। শামার জোসেফকে পুল করতে গিয়ে বল হাওয়াই ভাসিয়ে দেন। সহজ ক্যাচ আউট হওয়ার আগে ১০ বল খেলে করেছেন ১ রান।
ফিফটি পাওয়া সাদমান ইসলাম অনিককেও ফেরান শামার জোসেফ। গতকাল দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাদমান ১৩৭ বলে ৬০ রান করার পর শামারের আউটসুইংয়ে পরাস্ত হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
৯৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত লগেছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। কিন্তু বিরতি শেষে ফিরতেই যেন সব প্রতিরোধ ভেঙে গেল!
১১৬ বল স্থায়ী দুজনের ৪১ রানের জুটিটা ভেঙেছে তাইজুলের কারণে। আলজারি জোসেফের বাউন্সারে খেলা না খেলার দোটানায় থাকা তাইজুল স্লিপে ক্যাচ দিয়েছেন। ফেরার আগে ৬৬ বলে করেছেন ১৬ রান। এরপর বাকি তিন উইকেট পরেছে দ্রুতই।
১৬ বলে ৮ রান করা তাসকিন আহমেদ সিলসকে উড়িয়ে মারতে গিয়ে বল বাতাসে ভাসিয়েছেন। সেই ওভারে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরাজকেও থামান সিলস। পুল খেলতে গিয়ে ৭৫ বলে ৩৬ রান করা মিরাজ ক্যাচ দিয়েছেন ফাইন লেগে। খানিক বাদে নাহিদ রানাকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান সিলস। ইনিংস শেষ হওয়ার সময় হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ১০ রানে।
সারাবাংলা/এসএইচএস