অদল-বদলের ওয়ানডে দলে নেই সাকিব-মুশফিক-শান্ত-মোস্তাফিজ
২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬
কদিন ধরেই গুঞ্জন চলছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা যাবে না সাকিব আল হাসানকে। গুঞ্জনই সত্য হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই সাকিব। সেই সঙ্গে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও পেসার মোস্তাফিজুর রহমানও নেই দলে।
নিয়মিত অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় দলে নেই চোটের কারণে। আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ।
বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন তরুণ আফিফ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৮ ডিসেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ১০ ও ১২ ডিসেম্বর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশ দলের শেষ ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
সারাবাংলা/এসএইচএস