Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের বিশ্লেষণ: গ্রুপ ‘এইচ’ প্রিভিউ


১৩ জুন ২০১৮ ১১:৩১ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৩:০১

সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বকাপ উপলক্ষে সারাবাংলা.নেটে প্রতিদিন যাচ্ছে গ্রুপগুলো নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ। আজ থাকছে শেষ পর্ব, যেখানে ‘এইচ’ গ্রুপে লড়বে জাপান, কলম্বিয়া, সেনেগাল আর পোল্যান্ড।

কলম্বিয়া:
কলম্বিয়া মানেই যেন ঝাঁকড়া চুলের সেই কার্লোস ভালদেরামা বা আত্মঘাতী গোল দিয়ে পরে প্রাণ হারানো আন্দ্রেস এসকোবারের কথা। সেই কলম্বিয়া গত বার হামেস রদ্রিগেজ নামের এক বিস্ময়ে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবার দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাইয়ের পথ খুব মসৃণ হয়নি, তবে কলম্বিয়া আশা করতে পারে ভালো কিছুই। রদ্রিগেজ এবারও আছেন, আগের বারের চেয়েও বায়ার্ন মিডফিল্ডার এবার পরিণত। আগের বার রাদামেল ফ্যালকাও বিশ্বকাপ মিস করেছিলেন। ফ্যালকাও এবার আক্রমণের বড় ভরসা। গোলপোস্টের নিচে আর্সেনালের ডেভিড অসপিনা ও রক্ষণে তরুণ বার্সা ডিফেন্ডার ইয়েরি মিনা তো আছেনই। কলম্বিয়া এবারও আশা করতে পারে অনেক দূর যাওয়ার।

বিশ্বকাপে অংশগ্রহণ ৫
০ সেমিফাইনাল
০ ফাইনাল
প্রথম বিশ্বকাপ ১৯৬৪
শেষ বিশ্বকাপ ২০১৪
সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল, ২০১৪

জাপান:
আট বছর আগেও এশিয়ার তো বটেই, বিশ্বকাপেও তারা ছিল সমীহ জাগানো শক্তি। এবারও জাপান আছে বটে, কিন্তু আগের সেই ধার ও ভার আর নেই। গত বিশ্বকাপেও যারা ফর্মের তুঙ্গে ছিলেন, সেই শিনজি ওকাজাকি, কেইসুকে হোন্ডা, শিনজি কাগাওয়া আগের মতো ফর্মে নেই। নীল সামুরাইদের এবার বড় কিছু আশা করতে হলে প্রার্থনাই করতে হবে। তার চেয়েও বড় সংকট, বিশ্বকাপের মাত্র মাস দুয়েক আগে দায়িত্ব নিয়েছেন নতুন কোচ। এই অল্প সময়ে কতটা কী করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে অংশগ্রহণ ৫
সেমিফাইনাল ০
ফাইনাল ০
শিরোপা ০
প্রথম অংশগ্রহণ ১৯৯৮
সর্বশেষ অংশগ্রহণ ২০১৪
সেরা অর্জন ২য় রাউন্ড (২০০২, ২০১০)

পোল্যান্ড:
সত্তরের দশকে ইউরোপে বনিয়েকের পোল্যান্ড ছিল সমীহ জাগানো নাম। এরপর অনেক দিন তারা বিশ্বকাপের মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল, তবে এখন তারা আবার ফিরেছে ভালোমতোই। রবার্ট লেভানডফস্কি নামের একজন স্বপ্ন দেখাচ্ছেন তাদের, এবারের বিশ্বকাপের কালো ঘোড়া হতে পারে তারা। বাছাইপর্বে দারুণ খেলেই বিশ্বকাপে এসেছে পোল্যান্ড, পুরো বাছাইপর্বে সবচেয়ে বেশি ১৬ গোল ছিল লেভানডফস্কির। তবে পোল্যান্ডের শক্তির জায়গা আছে আরও। রক্ষণে কামিল গ্রসিকি, মধ্যমাঠে ক্রিস্কোশিয়াক, বোয়েশচেকফস্কি, লিনেত্তি আর আক্রমণে জিলেনস্কির খেলোয়াড়েরা আশা দেখাতে পারেন পোল্যান্ডকে।

বিশ্বকাপে অংশগ্রহণ ৭
২ সেমিফাইনাল
০ ফাইনাল
প্রথম বিশ্বকাপ ১৯৩৮
শেষ বিশ্বকাপ ২০০৬
সেরা সাফল্য তৃতীয় স্থান ১৯৭৪, ১৯৮২

সেনেগাল:
এবার সেনেগাল যে দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে, বড় কিছুর আশা দেখতেই পারে। আক্রমণে সাদিও মানে নিজের সেরা সময় কাটাচ্ছেন লিভারপুলে, তুলনা করা হচ্ছে এল হাজি জিওফের সঙ্গে। সাখো, কোয়েটারাও প্রিমিয়ার লিগে নিয়মিত খেলছেন। রক্ষণে নাপোলির কাইদু কুলিবালি এই মুহূর্তে ইউরোপের সেরাদের একজন। বাছাইপর্বে সেনেগাল হারেনি একটা ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা, বুরকিনা ফাসোর গ্রুপ থেকে হেসেখেলে উঠেছে বিশ্বকাপে। আফ্রিকার সবচেয়ে উজ্জ্বল তারা হতে পারে সেনেগালই।

বিশ্বকাপে অংশগ্রহণ ১
০ সেমিফাইনাল
০ ফাইনাল
০ শিরোপা
সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল ২০০২

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর