সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৩৫
৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫
১২ রানে হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশে। সিরিজ বাঁচানোর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের আজ ২০ ওভার শেষে ১৩৪ রানে আটকে রাখেন নিগার সুলতানা জ্যোতিরা। আগের ম্যাচে ব্যাটিং ঝলক দেখানো আয়ারল্যান্ড আজ উইকেট হারিয়েছে পাঁচটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অ্যামি হান্টার-গ্যাবি লুইসের ওপেনিং জুটিতে আয়ারল্যান্ড তুলে ৩৪ রান। অধিনায়ক লুইসকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। আরেক ওপেনার হান্টারকে এলবিডব্লিউ করে দ্বিতীয় উইকেট জুটি বড় হতে দেননি জান্নাতুল ফেরদৌস সুমনা।
নাহিদার দ্বিতীয় শিকার হওয়ার আগে ওরলা প্রেন্ডারগাস্ট চেষ্টা করেছিলেন বড় ইনিংস খেলে দলীয় রান বাড়ানোর। কিন্তু তিন চার ও এক ছক্কায় ২৫ বলে ৩২ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাট করা লিয়াহ পল আজ ইনিংস বড় করতে পারেননি। জাহানারার বলে তাজ নেহারের হাতে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন তিনি।
শেষদিকে লরা ডিলানি চেষ্টা করেছিলেন দলীয় সংগ্রহ দেড়শো পেরিয়ে নিতে। তবে দলীয় সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে বোল্ড হন এই ডানহাতি। নাহিদ দুটি, জাহানারা-জান্নাতুল-ফাহিমা নেন একটি করে উইকেট।
সারাবাংলা/জেটি